রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১০:২৬ এএম

শেয়ার করুন:

ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মেসি

লিগ কাপে নেকাক্সার বিপক্ষে ইন্টার মিয়ামির জয়ের দিনে দুঃসংবাদ নিয়ে এলেন লিওনেল মেসি। ম্যাচের মাত্র ১১তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন কিংবদন্তিকে। সবশেষ জানা গেছে, অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে।

মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, মেসি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন। যদিও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চোটের মাত্রা বা অনুপস্থিতির সময়কাল নিশ্চিত করা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৭ বছর বয়সী এই তারকাকে।


বিজ্ঞাপন


মাশ্চেরানো ম্যাচ শেষে বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল লিও। আগামীকাল পরীক্ষার পরই বোঝা যাবে পরিস্থিতি কতটা গুরুতর। তার ব্যথা নেই বললেই চলে, তবে কিছু একটা সমস্যা হয়েছে নিশ্চিত। আমরা আশাবাদী, এটি খুব বাজে কিছু নয়।’

মেসির চোটের কারণে শুধু লিগ কাপ নয়, চলতি আগস্ট মাসে মেজর লিগ সকারেরও (এমএলএস) গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ৬ আগস্ট লিগ কাপে পুমাস উনামের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মেসিকে পাচ্ছে না মিয়ামি। এরপর আগস্টে এমএলএস-এর আরও চারটি ম্যাচ রয়েছে, যেখানে মেসির অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।

মেসির ক্লাব সতীর্থ জর্ডি আলবা বলেন, ‘এটি পুরো দলের জন্যই খারাপ খবর। বিশ্বের সেরা খেলোয়াড় চোটে পড়েছেন, যিনি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এটি গুরুতর কিছু নয়, কারণ আমরা তাকে খুব প্রয়োজন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর