রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওভাল টেস্ট

ইতিহাস গড়তে শেষ দিনে ৩৫ রান প্রয়োজন ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

ইতিহাস গড়তে শেষ দিনে ৩৫ রান প্রয়োজন ইংল্যান্ডের

বৃষ্টির বাগড়ায় চতুর্থ দিনের খেলা কিছুটা খণ্ডিত হলেও উত্তেজনার কমতি ছিল না ওভাল টেস্টে। দিনের শেষে ইংল্যান্ড জয় থেকে মাত্র ৩৫ রান দূরে, আর ভারতকে জিততে নিতে হবে বাকি ৪ উইকেট। চতুর্থ দিন বিকেলের সেশনে মাত্র ১০.২ ওভার খেলা হলেও, তার মধ্যেই ঘটে গেছে নাটকীয় সব মুহূর্ত।

জো রুট ও হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে রেকর্ড রান তাড়া করার পথে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে দিনের শেষ দিকে প্রসিধ কৃষ্ণর দুইটি গুরুত্বপূর্ণ উইকেট ফের ম্যাচে ফিরিয়ে আনে ভারতকে। ৩৭৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড চতুর্থ দিন শেষ করে ৬ উইকেটে ৩৩৯ রানে।


বিজ্ঞাপন


এর আগে দিন শুরু হয়েছিল ইংল্যান্ডের ৫০ রানের উদ্বোধনী জুটি ভেঙে। আগের দিনই জ্যাক ক্রলিকে আউট করে দিন শেষ করেছিল ভারত। চতুর্থ দিনের শুরুতেই বেন ডাকেট ৫৪ রানে আউট হন প্রসিধ কৃষ্ণর বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে। এরপর অধিনায়ক ওলি পোপও বেশিক্ষণ টিকতে পারেননি, মোহাম্মদ সিরাজের এলবিডাব্লিউর শিকার হন তিনি।

এই পর্যায়ে ১০৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। তবে রুট ও ব্রুক মিলে সেই চাপ কাটিয়ে তোলেন। দুজন গড়ে তোলেন ১৯৫ রানের দুর্দান্ত জুটি। ব্রুক ৯৮ বলে ১৪ চার ও ২ ছয়ে খেলেন ১১১ রানের মারকুটে ইনিংস। আকাশ দীপের বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে তার ইনিংসের ইতি ঘটে।

অন্যদিকে, জো রুট তুলে নেন তার ৩৯তম টেস্ট সেঞ্চুরি। ১৩৭ বলে ১২ চার মেরে তিনি করেন ১০৫ রান। তবে ম্যাচের গতিপথ বদলে দেন প্রসিধ কৃষ্ণ। টানা দুই ওভারে ফিরিয়ে দেন রুট ও জ্যাকব বেথেলকে। ৩১ রানের জুটিতে ৫ রান করে বোল্ড হন বেথেল। পরের ওভারে ধ্রুব জুরেলের গ্লাভসে ধরা পড়েন রুট।

ইংল্যান্ড তখন কিছুটা চাপে পড়লেও, জেমি স্মিথ (২*) ও জেমি ওভারটন (০*) সতর্ক হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই নামে বৃষ্টি। চতুর্থ দিনের খেলা আর না হওয়ায় রোমাঞ্চ গড়ায় পঞ্চম দিনে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর