রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে সাবেকদের টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা পিসিবির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

যে কারণে সাবেকদের টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা পিসিবির

পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের জেরে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্টে দুটি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেয় ভারত চ্যাম্পিয়নস দল। পাকিস্তানের বিপক্ষে একটি গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল- দুটি ম্যাচই ভারতের পক্ষ থেকে বয়কট করা হয়। এরপরই পুরো বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সরাসরি এক বিবৃতিতে ভবিষ্যতে ডব্লিউসিএলে আর অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। তারা বলছে, আয়োজকদের আচরণ ছিল পক্ষপাতমূলক, যা খেলার চেতনাকে অসম্মান করেছে। পিসিবির অভিযোগ, যেসব দল ম্যাচ খেলেনি, তাদেরও পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, যেমনটা ভারত গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে না খেলেও পয়েন্ট পেয়েছিল। পিসিবি বলছে, এই সিদ্ধান্ত ‘মুনাফিকি ও পক্ষপাতের’ পরিচয় বহন করে।


বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে সম্প্রতি ভার্চুয়াল বোর্ড সভায় আলোচনা করে পিসিবি। সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। এরপরই সংস্থাটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতি আসে। পিসিবি জানায়, “ক্রিকেটীয় পারফরম্যান্স নয়, বরং একপাক্ষিক জাতীয়তাবাদী বক্তব্যকে সন্তুষ্ট করতেই ম্যাচ বাতিল করা হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি ভুল বার্তা দিচ্ছে।”

আরও বলা হয়, “আমরা আমাদের খেলোয়াড়দের এমন কোনও ইভেন্টে অংশ নিতে দিতে পারি না, যেখানে রাজনীতি এতটা প্রভাব ফেলে যে খেলার মূল চেতনাই প্রশ্নবিদ্ধ হয়। ক্রিকেট ভদ্রলোকদের খেলা, এটি কোনও পক্ষপাতমূলক রাজনীতির মঞ্চ হতে পারে না।”

ভারতের ম্যাচ বর্জনের পর ডব্লিউসিএল এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলে, “কোনও কোনও পক্ষের অনুভূতিতে আঘাত লেগে থাকতে পারে, এজন্য আমরা দুঃখিত।” তবে পিসিবি এটিকে ‘নাটকীয় ও অর্থহীন’ দুঃখপ্রকাশ বলে অভিহিত করেছে। পিসিবির ভাষ্য, “এই দুঃখপ্রকাশ প্রমাণ করে যে, খেলাধুলার মাঠে নয় বরং জাতীয়তাবাদী প্রচারের চাপেই ম্যাচ বাতিল হয়েছে। এ ধরনের পক্ষপাত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে খুবই হতাশাজনক বার্তা দেয়।”

সবশেষে পিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা বৈশ্বিক ক্রিকেট ও সুস্থ প্রতিযোগিতার পক্ষে, কিন্তু এমন কোনও টুর্নামেন্টে অংশ নেবে না, যেখানে খেলাধুলার মূল স্পিরিটকেই বিকৃত করা হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর