রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানকে খোঁচা ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর পাকিস্তানকে খোঁচা ভারতীয় ক্রিকেটারের

বার্মিংহামে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৫’-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দল রীতিমতো ধুয়ে-মুছে দিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নসকে। শনিবারের শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান। ওপেনার শরজিল খান ৪৪ বলে খেলেছিলেন ঝড়ো ৭৬ রানের ইনিংস।

কিন্তু সেই রান একেবারে অচল করে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৬০ বলে অপরাজিত ১২০ রান করে একপ্রকার একার হাতেই ম্যাচ জিতিয়ে দেন দলকে। ১৯ বল বাকি থাকতেই ৯ উইকেট হাতে নিয়ে সহজ জয় তুলে নেয় প্রোটিয়ারা।


বিজ্ঞাপন


দক্ষিণ আফ্রিকার এই জয়ের পর ভারতীয় সাবেক ক্রিকেটার সুরেশ রায়না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) অভিনন্দন জানিয়েছেন প্রোটিয়াদের। তবে সেইসঙ্গে পাকিস্তানকে উদ্দেশ করে ছুড়ে দিয়েছেন খোঁচাও।

রায়না লেখেন, ‘ডি ভিলিয়ার্স ফাইনালে অসাধারণ ব্যাটিং করেছে। যদি আমরা খেলতাম, তাহলে তাদের আমরা ধসিয়ে দিতে পারতাম। তবে আমরা দেশকে সব কিছুর উর্ধ্বে স্থান দিয়েছি।’ 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল নিয়ে রায়না লিখেছেন,‘ইজ মাই ট্রিপ ও নিশান্ত পিত্তির ওপর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তাদের (পাকিস্তান) সঙ্গে যে আমরা কোনো ম্যাচ খেলব না, সে ব্যাপারে তারা (ইজ মাই ট্রিপ) পূর্ণ সমর্থন দিয়েছে। আসল চরিত্র তো একেই বলে।’


বিজ্ঞাপন


২০২৫ সালের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের সাবেক ক্রিকেটারদের দল ‘ইন্ডিয়া চ্যাম্পিয়নস’। দলের নেতৃত্বে ছিলেন যুবরাজ সিংহ। গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট করার পর, সেমিফাইনালেও যখন দুই দল মুখোমুখি হওয়ার কথা, তখনও ভারত ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেয়। এর ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে যায়।

এই বিতর্কিত পরিস্থিতির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিয়েছে, তারা ভবিষ্যতে আর কোনো ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ অংশ নেবে না।

পিসিবির ভাষ্য, ভারতের ম্যাচ বর্জনের পরও যেভাবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ ভারতকে সেমিফাইনালের পয়েন্ট দিয়ে ফাইনালের পথ করে দিল, এবং যে ধরনের পক্ষপাতদুষ্ট বিবৃতি দেওয়া হয়েছে, তা মেনে নেওয়ার মতো নয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর