রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানকে হারানোর ম্যাচে ব্রাভোকে টপকে হোল্ডারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানকে হারানোর ম্যাচে ব্রাভোকে টপকে হোল্ডারের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার ভেঙে দিয়েছেন ডোয়াইন ব্রাভোর দীর্ঘদিনের রেকর্ড। রোববার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন এই মাইলফলক ছুঁয়েছেন হোল্ডার। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে এখন পর্যন্ত দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন হোল্ডার। ৭৪ ম্যাচে তার মোট উইকেট ৭৯টি।

আগের রেকর্ড ছিল ব্রাভোর। তিনি ২০০৬ থেকে ২০২১ পর্যন্ত ৯১ ম্যাচে নিয়েছিলেন ৭৮ উইকেট।পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। 


বিজ্ঞাপন


ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি:

জেসন হোল্ডার – ৭৯ উইকেট

ডোয়াইন ব্রাভো – ৭৮ উইকেট

আকিল হোসেইন – ৭২ উইকেট


বিজ্ঞাপন


রোমারিও শেপার্ড – ৬৪ উইকেট

আলজারি জোসেফ – ৬২ উইকেট

এদিকে হোল্ডারের রেকর্ড গড়ার ম্যাচে দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সবশেষ ছয় ম্যাচেই টানা হারের স্বাদ পেয়েছে ক্যারিবীয়রা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হারের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছিল দলটি।

তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়িয়েছে দলটি। আগে ব্যাত করে ৯ উইকেটে ১৩৩ রান করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রাও হারিয়েছিল ৮ উইকেট। তবে শেষ পর্যন্ত শেষ বলের নাটকীয়তায় জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর