রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্টোকসের বদলে যাকে ইংল্যান্ডের অধিনায়ক করা উচিত, জানালেন ভন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

স্টোকসের বদলে যাকে ইংল্যান্ডের অধিনায়ক করা উচিত, জানালেন ভন

ইংল্যান্ড টেস্ট দলের বর্তমান অধিনায়ক বেন স্টোকস মাঠের বাইরে থাকলে হ্যারি ব্রুককে অধিনায়ক করার কথা ভাবা উচিত- এমনটাই মনে করছেন সাবেক অধিনায়ক মাইকেল ভন। স্টোকস কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে ওভালের পঞ্চম ও শেষ টেস্টে খেলছেন না। তার বদলি হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক ওলি পোপ।

চোট থেকে পুরোপুরি সেরে উঠতে স্টোকসের আট সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আসন্ন অ্যাশেজ সিরিজে তার ফিটনেস নিয়ে এখনই চিন্তা শুরু হয়েছে। সেই সিরিজ নভেম্বরে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এই প্রেক্ষাপটে ভনের পরামর্শ- পরবর্তীতে যদি স্টোকস আবার মাঠের বাইরে চলে যান, তাহলে পোপকে সহ-অধিনায়ক হিসেবে রেখে নেতৃত্ব তুলে দেওয়া যেতে পারে হ্যারি ব্রুকের কাঁধে।


বিজ্ঞাপন


সাদা বলের ক্রিকেটে এরইমধ্যে নেতৃত্বের স্বাদ পেয়েছেন ব্রুক। ইংল্যান্ডের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে ক্যারিবিয়ানে প্রথম সিরিজেই দলকে জয় এনে দেন এই ব্যাটার।  ভন বলেন, “ব্রুককে আমি দেখছি একজন প্রকৃত নেতা হিসেবে। তার মধ্যে নেতৃত্বের বৈশিষ্ট্য আছে। যদি ভবিষ্যতে স্টোকস আবার চোটে পড়েন, তাহলে ওলি পোপ সহ-অধিনায়ক থাক, কিন্তু অধিনায়ক হোক ব্রুক।”

মাইকেল ভন নিজেও ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক। তার অধীনে ইংল্যান্ড ২০০৫ সালে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ জিতেছিল। ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন ৫১ টেস্টে, যার মধ্যে ২৬টিতে জয় পেয়েছে ইংল্যান্ড।

ভনের ব্যাখ্যা, “ওলি পোপ দারুণ এক সহ-অধিনায়ক। সে অধিনায়কের পাশে থেকে পরামর্শ দিতে পারদর্শী। তবে সব সময় সহ-অধিনায়ক মানেই ভালো অধিনায়ক নয়। আমার সময় মার্কাস ট্রেসকোথিক দারুণ সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু তাকে অধিনায়ক করাটা হয়তো সেরা সিদ্ধান্ত হতো না।” ২৭ বছর বয়সী পোপ এর আগেও চারবার টেস্টে অধিনায়কত্ব করেছেন, সবগুলোই বেন স্টোকসের অনুপস্থিতিতে। গত বছর স্টোকস হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পোপই দায়িত্ব নিয়েছিলেন।

এবারের টেস্টেও তার অধিনায়কত্বে কঠিন চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড। ভারতের ছুড়ে দেওয়া ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫০ রান। লক্ষ্য তাড়া করে জিততে পারলে সেটা হবে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। সেই কঠিন লক্ষ্য ছুঁতে গিয়ে দল পেয়েছে আরেকটি ধাক্কা, চোটের কারণে নেই ক্রিস ওকস। ফলে মূল ভরসা এখন তরুণ তিন পেসার গাস অ্যাটকিনসন, জশ টাং ও জেমি ওভারটনের ওপর।


বিজ্ঞাপন


তারা ভারতের দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে থামালেও ছয়টি সহজ ক্যাচ ফেলেছে ইংল্যান্ড, যা ম্যাচে বড় প্রভাব ফেলেছে। ভনের মন্তব্য, “ইংল্যান্ডের এই অবস্থার জন্য ওলি পোপকে দোষ দেওয়া ঠিক নয়। সমস্যাটা হচ্ছে এই ছয়টি ক্যাচ ফেলা।”

তিনি আরও বলেন, “কয়েকবার পোপ মাঠ ছেড়ে বেরিয়েছিল। সেটা হয়তো টয়লেটে যাওয়ার জন্য ছিল, কিন্তু দেখে মনে হয়েছে যেন কোনও কৌশলগত পরামর্শ নিতে যাচ্ছে। আমি তো দলের ভেতরে নেই, ঠিক জানি না। আমি শুধু চাই, দলের জন্য যিনি সেরা নেতা, তিনিই অধিনায়ক হোক। সহ-অধিনায়ক ভালো হলেই তিনি ভালো অধিনায়ক হবেন, এমনটা নয়।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর