শেষ বলে চার মেরে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় আনলো স্বাগতিকরা। মাত্র ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ওভারে মাত্র ২ রানে এলিক আথানাজেকে ফিরিয়ে দেন মোহাম্মদ নেওয়াজ। চতুর্থ ওভারে জুয়েল অ্যান্ড্রুকেও (১০ বলে ১২) তুলে নেন তিনি। মাত্র ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ।
স্পিনে আস্থা রেখে আগা সালমান আক্রমণে আনেন সাইম আইয়ুবকে। ফলও মেলে দ্রুত। ১১ বলে ৯ রান করা শার্ফেন রাদারফোর্ডকেও ফিরিয়ে দেন তিনি। স্কোরবোর্ডে তখন ৪১/৩। ১১তম ওভারে আবারও প্রভাব রাখেন নেওয়াজ। এবার ফেরান অধিনায়ক শাই হোপকে (৩০ বলে ২১)। এরপর সাইম ফিরিয়ে দেন রোস্টন চেজকে (১৬), উইন্ডিজ তখন চাপে, ৫৩/৫।
বিজ্ঞাপন
এমন সময় পরিস্থিতি সামাল দেন গুডাকেশ মোতি। হাসান আলিকে টানা দুই ছয় মেরে চাপ কিছুটা কমান। ১৬তম ওভারে স্কোর দাঁড়ায় ৯৫/৫। তবে পরের বলেই ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান তিনি, ২০ বলে ২৮ রানের ইনিংস থামে মোহাম্মদ হারিসের দারুণ থ্রোতে। একই ওভারে সুরফিয়ান মুকিম ফিরিয়ে দেন কেইসি কার্টিকে (৫ বলে ৩)। ১৬.৫ ওভারে উইন্ডিজের স্কোর ৯৮/৭।

শেষ ১৮ বলে দরকার ছিল ৩৬ রান। এমন মুহূর্তে হাল ধরেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। হাসান আলির এক ওভারেই ম্যাচ ঘুরিয়ে দেন হোল্ডার। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ফিরে এসে শেফার্ডকে (১১ বলে ১৫) ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। তবে শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন হোল্ডার- ১০ বলে ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
বল হাতে সেরা ছিলেন নেওয়াজ, ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট। সাইম নেন ২টি, মুকিম ও শাহিন পান ১টি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। জেসন হোল্ডার ফিরিয়ে দেন সাইম আইয়ুব (৭) ও সাহিবজাদা ফারহানকে (৩)। মোহাম্মদ হারিসকে (৪) ফেরান আকিল হোসেন- ২১ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা।
বিজ্ঞাপন
সেখান থেকে জুটি গড়েন ফখর জামান (২০) ও অধিনায়ক সালমান। তবে ৬০ রানের জুটির পর মোতি এসে সালমানকে ফেরান- ৩৩ বলে ৩৮ রান করেন তিনি। দারুণ ব্যাটিং করেন হাসান নেওয়াজও- খেলেন ৪০ রানের ইনিংস। শেষ দিকে হোল্ডার আবার ঝলক দেখান। নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে দেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এরপর মোতি ফিরিয়ে দেন সালমান ও ফাহিম আশরাফকে (গোল্ডেন ডাক)। পাকিস্তান থামে ১৩৩/৮ রানে। শাহিন (২*) ও মুকিম (১*) অপরাজিত থাকেন। উল্লেখ্য, সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট, একই ভেন্যুতে।

