শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এশিয়া কাপের ভেন্যু ও সময়সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কখন-কোথায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৯:১২ এএম

শেয়ার করুন:

এশিয়া কাপের সময়-সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কখন-কোথায়

এশিয়া কাপ ২০২৫-এর দিনক্ষণ আগেই প্রকাশিত হয়েছিল। এবার এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশ করলেন টুর্নামেন্টের ভেন্যু ও ম্যাচ সূচি।

৮ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে এই আসর চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।


বিজ্ঞাপন


বাংলাদেশ জাতীয় দলের তিনটি ম্যাচই হবে আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ১১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। ১৩ সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রায় প্রতিটি ম্যাচই মরুর দেশের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় শুরু হলেও ব্যতিক্রম একটিমাত্র ম্যাচ। ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই আয়োজন।

দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান। গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।


বিজ্ঞাপন


এশিয়া কাপের সময়-সূচি

দিন

তারিখ

ম্যাচ

ভেন্যু

সময়

মঙ্গলবার

৯ সেপ্টেম্বর

আফগানিস্তান- হংকং

আবু ধাবি

রাত ৮টা (*বাংলাদেশ সময়)

বুধবার

১০ সেপ্টেম্বর

ভারত- সংযুক্ত আরব আমিরাত

দুবাই

রাত ৮টা

বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর

বাংলাদেশ- হংকং

আবু ধাবি

রাত ৮টা

শুক্রবার

১২ সেপ্টেম্বর

পাকিস্তান- ওমান

দুবাই

রাত ৮টা

শনিবার

১৩ সেপ্টেম্বর

বাংলাদেশ - শ্রীলঙ্কা

আবু ধাবি

রাত ৮টা

রবিবার

১৪ সেপ্টেম্বর

ভারত - পাকিস্তান

দুবাই

রাত ৮টা

সোমবার

১৫ সেপ্টেম্বর

সংযুক্ত আরব আমিরাত -ওমান

শ্রীলঙ্কা –হংকং

আবু ধাবি

দুবাই

সন্ধ্যা ৬টা

রাত ৮টা

মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর

বাংলাদেশ-আফগানিস্তান

আবু ধাবি

রাত ৮টা

বুধবার

১৭ সেপ্টেম্বর

পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত

দুবাই

রাত ৮টা

বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর

শ্রীলঙ্কা-আফগানিস্তান

আবু ধাবি

রাত ৮টা

শুক্রবার

১৯ সেপ্টেম্বর

ভারত -ওমান

আবু ধাবি

রাত ৮টা

সুপার ফোর পর্ব

বার

তারিখ

খেলা

ভেন্যু

সময়

শনিবার

২০ সেপ্টেম্বর

বি১ বনাম বি২

দুবাই

রাত ৮টা

রবিবার

২১ সেপ্টেম্বর

এ১ বনাম এ২

দুবাই

রাত ৮টা

মঙ্গলবার

২৩ সেপ্টেম্বর

এ২ বনাম বি১

আবু ধাবি

রাত ৮টা

বুধবার

২৪ সেপ্টেম্বর

এ১ বনাম বি২

দুবাই

রাত ৮টা

বৃহস্পতিবার

২৫ সেপ্টেম্বর

এ২ বনাম বি২

দুবাই

রাত ৮টা

শুক্রবার

২৬ সেপ্টেম্বর

এ১ বনাম বি১

দুবাই

রাত ৮টা

ফাইনাল, দুবাই   
রবিবার, ২৮ সেপ্টেম্বর, রাত ৮টা 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর