রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওভালে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে জিততে হবে ইংল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

ওভালে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে জিততে হবে ইংল্যান্ডকে

দ্য ওভালে সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্টে রোমাঞ্চ ছড়াচ্ছে ভারত ও ইংল্যান্ডের লড়াই। ম্যাচ জিততে ইংল্যান্ডের দরকার আরও ৩২৪ রান। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা এক উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান।

তাদের সামনে লক্ষ্য ৩৭৪ রানের—এই মাঠে যা তাড়া করে জেতার জন্য একটি রেকর্ড গড়তে হবে ইংলিশদের। কারণ ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র ২৬৩, সেটাও ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।


বিজ্ঞাপন


ভারতের দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানের বড় সংগ্রহের মূল নায়ক ওপেনার যশস্বী জয়সওয়াল। দুর্দান্ত এক সেঞ্চুরি করে চা-বিরতির আগে ১১৮ রানে আউট হন তিনি। এটি তার সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি।

তাকে দারুণ সঙ্গ দিয়েছেন নাইটওয়াচম্যান আকাশ দীপ। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে তিনি জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ১০৭ রান। এরপর ইনিংসকে ভারসাম্য দেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর, দুজনই করেন ৫৩ রান করে।

ইংল্যান্ডের হয়ে জশ টাং ৫ উইকেট নেন ১২৫ রান দিয়ে। গাস অ্যাটকিনসনের শিকার ৩ উইকেট।

জবাবে ইংল্যান্ডের শুরুটা ভালোই হয়েছিল। তবে দিনের শেষ বলে সিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে ফেরেন ওপেনার জ্যাক ক্রলি। উইকেটে এখনও টিকে আছেন বেন ডাকেট (৩৪)।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর