রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক ক্রিকেটারদের মধ্যে কোচ হওয়ার আগ্রহ বাড়ায় উচ্ছ্বসিত হাবিবুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

সাবেক ক্রিকেটারদের মধ্যে কোচ হওয়ার আগ্রহ বাড়ায় উচ্ছ্বসিত হাবিবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বেশ খুশি। কারণ, এখন আগের চেয়ে অনেক বেশি ক্রিকেটার কোচিংয়ে আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টিকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক বলেই মনে করেন তিনি। শনিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে তিন দিনের ‘লেভেল-এ’ কোচিং কোর্সের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাশার।

তিনি বলেন, “আমি আগে কখনও এত ক্রিকেটারকে কোচিংয়ে আসতে আগ্রহী হতে দেখিনি। ৫-১০ বছর আগেও খুব কম সংখ্যক খেলোয়াড় কোচিংয়ে যেতে চাইত। এখন অনেক প্রথম শ্রেণির ক্রিকেটার, যারা ভালো ক্যারিয়ারের পর অবসর নিয়েছে বা নিচ্ছে, তারা কোচিংয়ে যুক্ত হতে চায়।”


বিজ্ঞাপন


বাশার আরও জানান, লেভেল-১ কোচিং কোর্সের জন্য বিসিবির কাছে অনেক সিভি জমা পড়েছে। তিনি বলেন, “প্রথম শ্রেণির অনেক ক্রিকেটার, যারা এখনো খেলছে এবং হয়তো আরও এক-দুই বছর খেলবে, তারা কোচিং নিয়ে ভাবছে। আবার যাঁরা খেলা ছেড়ে দিয়েছেন, কিন্তু অনেক অভিজ্ঞ, তাঁরাও কোচ হতে চাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো খবর।”

কেন সাবেক খেলোয়াড়েরা কোচ হিসেবে কিছুটা এগিয়ে থাকেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন এই সাবেক অধিনায়ক। “যারা ক্রিকেট খেলেছে, তারা খেলার সূক্ষ্ম দিকগুলো ভালো বোঝে। তাই কোচ হিসেবেও তারা এগিয়ে থাকে। আমরা যদি তাদের কোচ হিসেবে গড়ে তুলতে পারি, নিশ্চিতভাবে অনেকেই ভালো করবে,” বলেন বাশার।

তিনি মনে করিয়ে দেন, ভালো কোচের দরকার আছে শুধু জাতীয় দলেই নয়, বরং নিচের স্তরেও। তিনি বলেন, “আমাদের এখন অনেক কার্যক্রম রয়েছে, তাই ভালো কোচ দরকার। শুধু সুযোগ-সুবিধা থাকলেই হবে না, মানসম্পন্ন কোচিংও জরুরি। আমরা কোচদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে চাই, সব পর্যায়ে। যেন একজন ক্রিকেটার শুরু থেকেই ভালো প্রশিক্ষণ পায়। আমরা প্রতিটি বিভাগেই যাব। জেলা পর্যায়ের কোচরাই মূলত নতুন প্রতিভা খুঁজে বের করে। তাই সেখানেই ভালো কোচ দরকার।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর