রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমরা কি ব্যাট-বল করে বাসায় চলে যাবো— আম্পায়ারকে প্রশ্ন রাহুলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

আমরা কি ব্যাট-বল করে বাসায় চলে যাবো— আম্পায়ারকে প্রশ্ন রাহুলের

ওভালে ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে মাঠের মধ্যেই উত্তপ্ত এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। ভারতের ব্যাটার কেএল রাহুলকে দেখা গেল মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে তর্কে জড়াতে। শুক্রবার এই ঘটনা ঘটে জো রুট ও প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে কথার লড়াইয়ের পরপরই।

ধর্মসেনা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছিলেন, তখনই রাহুল এগিয়ে এসে সতীর্থের পক্ষ নেন। রাহুল আম্পায়ারকে প্রশ্ন করেন, ‘আপনি কী চান, আমরা কোনো আবেগ ছাড়াই ব্যাটিং-বোলিং করে বেরিয়ে যাই?’


বিজ্ঞাপন


রাহুল-ধর্মসেনার কথোপকথনটা ছিল এমন

রাহুল: “আপনি আমাদের কী করতে বলছেন? চুপ করে থাকতে?”

ধর্মসেনা: “তুমি চাইবে একজন বোলার হেঁটে এসে তোমার সামনে এসে দাঁড়াক? এটা করা যায় না রাহুল। এভাবে চালিয়ে যাওয়া ঠিক হবে না।”

রাহুল: “আপনি কী চান, আমরা ব্যাটিং-বোলিং করে বাসায় চলে যাই?”


বিজ্ঞাপন


ধর্মসেনা: “ম্যাচ শেষে আলোচনা করব। তুমি এভাবে কথা বলতে পারো না।”

রাহুল পরিষ্কারভাবে প্রশ্ন তোলেন, মাঠে আবেগ দেখানো কি একেবারেই নিষিদ্ধ? তার ভাষায়,  “আপনি কী চান, আমরা চুপ করে থাকি?” “আপনি কী চান, ব্যাট-বল করে বাসায় চলে যাই?”

এদিকে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। ৫১ রানে অপরাজিত রয়েছেন ইয়াশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের থেকে এখন ৫২ রানে এগিয়ে সফরকারীরা।

দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার কেএল রাহুল (৭) ও সাই সুদর্শন (১১) ফিরে যান দ্রুত। তবে ২৩ রানের প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে ফেলে ভারত, মূলত জয়সওয়ালের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই।

রাহুলকে ফিরিয়েছেন জশ টাং, আর সুদর্শনের উইকেট নেন গাস অ্যাটকিনসন। দিন শেষে জয়সওয়ালের সঙ্গে অপরাজিত ছিলেন নাইটওয়াচম্যান আকাশ দীপ (৪)।

এর আগে প্রথম ইনিংসে ভারত ২২৪ রানে থামার পর ইংল্যান্ড তুলেছিল ২৪৭ রান। ইংল্যান্ডকে বেশি এগোতে দেয়নি ভারতের পেসাররা। প্রসিদ্ধ কৃষ্ণ ও মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিংয়ে ৪টি করে উইকেট শিকার করেন। তাঁদের বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ২৩ রানের লিডে আটকে রাখা সম্ভব হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর