রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেস্টের ১২৯ বছরের পুরনো রেকর্ডে নাম লেখালেন ইংল্যান্ড পেস তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

ওভালে ১২৯ বছরের পুরনো রেকর্ডে নাম লেখালেন ইংল্যান্ড পেস তারকা

লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড ও ভারতের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে নজরকাড়া বোলিংয়ে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন। চোটের কারণে প্রথম চার টেস্টে না খেললেও প্রত্যাবর্তনের ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেন এই ডানহাতি পেসার।

ভারতের প্রথম ইনিংসে মাত্র ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন আটকিনসন। তার শিকার হন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। এর মাধ্যমে মাত্র ১৩ টেস্টেই ৬০ উইকেট পূর্ণ করেন তিনি।


বিজ্ঞাপন


এই কৃতিত্বের পাশাপাশি ইতিহাসের পাতায় জায়গা করে নেন আটকিনসন। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ৬০ উইকেট নেওয়ার সময় স্ট্রাইক রেট ৩৫-এর নিচে রাখার রেকর্ড গড়েছেন তিনি (৩৪.৯)। এই তালিকায় তার ওপরে আছেন শুধু ইংল্যান্ডের কিংবদন্তি বোলার জর্জ লেহম্যান (৩৪.১), যিনি খেলেছিলেন ১৮৯৬ সালে। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড (৩৬)।

ভারতের প্রথম ইনিংস থেমেছে ২২৪ রানে। করুণ নায়ার করেছেন সর্বোচ্চ ৫৭ রান, ওয়াশিংটন সুন্দর করেন ২৬। ইংল্যান্ডের পক্ষে আটকিনসনের সঙ্গে সফল ছিলেন জশ টাং। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও ভালো শুরু করলেও প্রসিদ্ধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের দারুণ বোলিংয়ে থেমে যায় ২৪৭ রানে। ২৩ রানের সামান্য লিড পায় ইংল্যান্ড।

দিনের খেলা শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। অপরাজিত আছেন যশস্বী জয়সওয়াল (৫১) ও নাইটওয়াচম্যান আকাশ দীপ (৪)। ভারতের লিড এখন ৫২ রান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর