রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরপুরের বিতর্কিত পিচ: দোষ কি টাকার কুমির গামিনির, নাকি বিসিবির অবহেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

মিরপুরের বিতর্কিত পিচ: দোষ কি টাকার কুমির গামিনির, নাকি বিসিবির অবহেলা

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। বল কখনো বেশি লাফিয়ে উঠে, কখনো একেবারে নিচু হয়ে যায়। ব্যাটসম্যানদের জন্য এই উইকেটে খেলা বেশ কষ্টকর। তাই বড় স্কোরের চেয়ে বড় ব্যাটিং বিপর্যয়ের ঘটনাই বেশি দেখা যায়, যেমনটা সম্প্রতি পাকিস্তান সিরিজেও দেখা গেছে।

এই পিচ নিয়ে আইসিসিও উদ্বেগ জানিয়েছে এবং ডিমেরিট পয়েন্ট দিয়েছে। এমনকি মাঠে খেলোয়াড়দের সাথে কিউরেটর গামিনি ডি সিলভার আচরণ নিয়েও অভিযোগ উঠেছে। এরপরও বারবার থেকে গেছেন এই লঙ্কান কিউরেটর। তবে সম্প্রতি বিসিবি প্রধান বুলবুলের দেওয়া ‘লাল কার্ডে’ মাঠ ছাড়ার আভাস পাওয়া যায় গামিনিকে নিয়ে।


বিজ্ঞাপন


এরপর শোনা গিয়েছিল, তাঁকে ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। যদিও সেটা এখনও বাস্তবায়ন হয়নি। বরং বিসিবি তাঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছে। বেতন আগের মতোই থাকছে—মাসে ৪,৫০০ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৫ হাজার। সব মিলিয়ে বছরে গামিনির আয় ৬০ লাখ টাকারও বেশি।

এদিকে প্রশ্ন উঠেছে, পিচে এত সমস্যা সত্ত্বেও কেন গামিনিকেই বারবার সুযোগ দেওয়া হচ্ছে? বোর্ডের পক্ষ থেকে যদিও বলা হয়, হোম কন্ডিশনের সুবিধা পেতেই এমন উইকেট তৈরি করা হয়। তাহলে কি প্রধান সমস্যা বিসিবির। কিন্তু গামিনির ওপর দোষ চাপানো হয়! 

তবে বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ভিন্ন কথা বলেছেন। তাঁর মতে, মিরপুরে স্পোর্টিং উইকেট তৈরি হয়নি এবং এ জন্য দায়িত্বশীলদের দায় নিতে হবে। ‘মিরপুরে স্পোর্টিং উইকেট হয়নি। যারা দায়িত্বে রয়েছেন দায়টা তাদের। আমার মনে হয় না যে, বোর্ডের দিক থেকে লো এবং স্লো উইকেট করতে বলা হয়েছিল। আমরা যখন চেয়েছি বাউন্সি উইকেট তখন সেটা হয়নি।’

তিনি আরও বলেন, ‘কিছু সমস্যা আছে। মিরপুরের উইকেট নিয়ে আমরা সন্তুষ্ট নই। সামনে এ নিয়ে কাজ করতে হবে। মাটি হয়তো বদলাতে হবে।’


বিজ্ঞাপন


মিরপুরের পিচ নিয়ে তার মন্তব্য, ‘সব মিলিয়ে মিরপুরের উইকেট সন্তোষজনক নয়। আমাদের সেটা মানতে হবে। আমাদের এনিয়ে কাজ করে যেতে হবে। হয়তো পুরো মাটির ভিত সরিয়ে ফেলতে হবে। নয়তো পিচ তৈরির প্রক্রিয়া বদলাতে হবে। আমি আশা করি নিকট ভবিষ্যতে কিছু পরিবর্তন আসবে। তখন আমরা আরও ভালো মিরপুরের উইকেট দেখবো।’

সব মিলিয়ে মিরপুরের উইকেট নিয়ে বিতর্ক কমছে না। কিউরেটর গামিনির অবস্থান নিয়ে প্রশ্ন থাকলেও বোর্ড আপাতত তাঁর ওপরই আস্থা রাখছে বিসিবি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর