লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নস অফ লিজেন্ডস টুর্নামেন্টে বিতর্কের পর বড় সিদ্ধান্তের পথে হাঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি প্রাইভেট ক্রিকেট লিগে দেশের নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এই সিদ্ধান্ত এসেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের (ডব্লিউসিএল) ঘটনার পর। যেখানে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। টেলিকম এশিয়া স্পোর্টসের একটি প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে চলমান ডব্লিউসিএলে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পিসিবি এই পদক্ষেপ নিয়েছে।
‘বোর্ড অফ ডিরেক্টরস’র এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের এক সূত্র জানায়, ভারতীয় খেলোয়াড়রা টানা দু’বার পাকিস্তানের বিপক্ষে খেলতে না চাওয়াটা দেশের মর্যাদার পক্ষে অপমানজনক।
বিজ্ঞাপন
ভবিষ্যতে, পিসিবির অনুমতি ছাড়া কোনও প্রাইভেট ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান বা দেশের নাম ব্যবহার করা যাবে না। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে, চলতি ডব্লিউসিএল টুর্নামেন্টে পাকিস্তান লেজেন্ডস দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে পারবে বলে জানানো হয়েছে।
পিসিবি আরও জানিয়েছে, আগে অনেক ছোট ও কম পরিচিত লিগে যেমন জিম্বাবুয়ে, কেনিয়া ও আমেরিকায় পাকিস্তানের নাম ব্যবহার করে দল গঠন করা হয়েছে, যা বোর্ডের অনুমোদন ছাড়াই করা হয়েছে।
এছাড়া পাকিস্তান সরকার এবং দেশটির ইন্টার-প্রোভিন্সিয়াল কো-অর্ডিনেশন কমিটি (আইপিসি), যারা দেশের ক্রীড়াখেলা দেখে, তারা পিসবিকে সুপারিশ করেছে যেন ভবিষ্যতে এই ধরনের নাম ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।

