রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সস্তা মাইলফলকের জন্য খেলায় জাদেজা-সুন্দরের সমালোচনায় স্টেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

সেঞ্চুরির জন্য খেলায় জাদেজা-সুন্দরের সমালোচনায় স্টেইন

ম্যানচেস্টার টেস্টের শেষ ঘণ্টায় ভারত-ইংল্যান্ড ম্যাচে ঘটে যাওয়া নাটকীয়তা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এবার এ বিষয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের পক্ষে সাফাই গেয়ে স্টেইনের প্রশ্ন, যখন ম্যাচের ফল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, তখন কেন ব্যক্তিগত মাইলফলকের পেছনে ছুটলেন রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর?

ম্যাচের দ্বিতীয় ইনিংসে শুরুতেই শুন্য রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে চতুর্থ দিনে কেএল রাহুল আর শুভমান গিলের জুটি ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করে। এরপর ক্রিজে এসে জাদেজা ও সুন্দর গড়েন ২০৩ রানের অপরাজিত জুটি। এই পার্টনারশিপ ভারতকে ড্র নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে এবং সিরিজে টিকে থাকার আশা জাগিয়ে তোলে।


বিজ্ঞাপন


শেষ ঘণ্টায় যখন ম্যাচ ড্র হয়ে যাওয়াই একমাত্র সম্ভাবনা ছিল, তখন স্টোকস এগিয়ে এসে ব্যাটারদের ম্যাচ শেষ করার প্রস্তাব দেন। কিন্তু তখন দুই ব্যাটারই সেঞ্চুরির কাছাকাছি, তাই তারা রাজি হননি। এরপরই স্টোকস বল তুলে দেন পার্টটাইমার হ্যারি ব্রুকের হাতে, যেন ব্যাটাররা সহজেই সেঞ্চুরি করে নিতে পারেন, এমনটাই ধারণা অনেকের।

ঘটনার পর দু’পক্ষ থেকেই এসেছে প্রতিক্রিয়া। ভারতের ব্যাটারদের পক্ষে কথা বলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরাইজ শামসি। তাঁর মতে, ড্র নিশ্চিত হয়ে গেলে ব্যক্তিগত অর্জনের পেছনে ছোটা দোষের কিছু না। তিনি বলেন, "ভারতীয়রা ড্র মেনে নেয়নি, এ নিয়ে এত কথা কেন? প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা তা ফিরিয়ে দিয়েছে। এটা তাদের অধিকার। ওরা কষ্ট করে সেই ১০০ রান করেছে। ব্যস, ম্যাচ শেষ," এক্সে এমনটাই লিখেছেন শামসি।

তবে ডেল স্টেইনের ব্যাখ্যা একটু ভিন্ন। তাঁর মতে, জাদেজা ও সুন্দর সত্যিই ভালো ব্যাটিং করেছেন, কিন্তু তাদের যদি সেঞ্চুরি করার ইচ্ছা থাকত, তাহলে শেষ ঘণ্টায় আরও আগ্রাসী হওয়া উচিত ছিল।

স্টেইন শামসিকে উদ্দেশ করে লেখেন, "শ্যামসি, এই ঘটনার ভেতরে আরও অনেক কিছু আছে। কেউ না কেউ কাঁদবেই। আসল ব্যাপার হলো, লোকে এটা বুঝতে পারছে না যে ওরা তখন ১০০ রান নয়, ড্র নিশ্চিত করার জন্য ব্যাট করছিল। সেই লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর যখন হাত মেলানোর প্রস্তাব আসে, সেটা ভদ্রতার পরিচয় ছিল। তখন গিয়ে বলা যে 'না না, আমরা এখন সেঞ্চুরি চাই', ব্যাপারটা তখন একটু অদ্ভুতই শোনায়। 


বিজ্ঞাপন


তবে জাদেজা ও সুন্দর নিয়মের মধ্যে থেকেই সেঞ্চুরি করেছেন বলেই জানিয়েছেন স্টেইন। তিনি বলেন, “সেই সময়টা তো এটা অনুভব করার ব্যাপার নয় যে, তারা এখন নিরাপদ এবং এখন খেলবে কিছু সস্তা মাইলফলকের জন্য….। যদিও এটা নিয়মের মধ্যেই পড়ে, তবে কিছুটা দৃষ্টিকটূ লেগেছে। পাশাপাশি বলতে হবে, তারা ভালো ব্যাট করেছে। হয়তো শেষ ঘণ্টার কাছাকাছি গিয়ে তারা আরেকটু আগ্রাসী হতে পারত মাইলফলকে পৌঁছাতে। তাহলে অন্তত সবাই একমত হতে পারতাম যে, কোনো দলই চেষ্টা করেনি অন্যকে এই অদ্ভুত পরিস্থিতিতে ফেলতে।”

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর