রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট

ভারতের ম্যাচে পাকিস্তানের জার্সি পরায় দর্শককে হেনস্তা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১২:১২ পিএম

শেয়ার করুন:

ভারতের ম্যাচে পাকিস্তান জার্সি পরায় দর্শককে হেনস্তা

ম্যানচেস্টারে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ রোমাঞ্চকর এক ড্রয়ে শেষ হয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩১১ রানের লিড এবং ভারতের দ্বিতীয় ইনিংসে শুরুতেই ২ উইকেটে ০ রানে হারিয়ে ভারতীয় দল দুদার্ন্ত লড়াই করে ম্যাচ বাঁচিয়ে দেয়। শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের দৃঢ় মানসিকতা ও অসাধারণ ইনিংস সিরিজে ভারতের সম্ভাবনা টিকিয়ে রাখল।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড বড়সড় স্কোর তোলে এবং ভারতকে চাপের মুখে ফেলে দেয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে, শুভমান গিলের ১০৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস এবং কেএল রাহুলের ৯০ রানের দায়িত্বশীল ব্যাটিং ভারতকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনে। দু’জনের মধ্যে ১৮৮ রানের পার্টনারশিপ ভারতের ইনিংসকে মজবুত ভিত দেয়।


বিজ্ঞাপন


ভারত এরপর রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের মতো ব্যাটসম্যানদের দৃঢ়তায় পাঁচ সেশন ধরে ব্যাট করে ম্যাচটি ড্র করে দেয়। টেস্ট ক্রিকেটে এক ড্র ম্যাচও যে এতটা চিত্তাকর্ষক ও নাটকীয় হতে পারে, তা প্রমাণ করল দুই দল।

এদিকে মাঠের বাইরে এক বিতর্কিত ঘটনা নিয়েও আলোচনা তুঙ্গে। টেস্ট চলাকালীন এক দর্শক পাকিস্তানের জার্সি পরে স্ট্যান্ডে বসায় বিতর্ক তৈরি হয়। নিরাপত্তারক্ষীরা তাকে জার্সিটি ঢেকে রাখতে বলেন। 

দর্শকটি পাল্টা বলেন, “কোনও ভারতীয় দর্শক আমার পোশাকে আপত্তি করেননি, তাহলে তোমার সমস্যা কী?” সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, নজর ধীরে ধীরে বিরক্ত হচ্ছেন এবং বারবার অনুরোধের মুখে পড়ছেন। একপর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা এসে তাকে কথোপকথনটি গ্যালারির বাইরে নিয়ে যেতে বলেন। পরে জানা যায়, নজর জার্সি ঢেকে না রেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান।


বিজ্ঞাপন


ল্যাঙ্কাশায়ার জানিয়েছে, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এক বিবৃতিতে ক্লাব বলেছে, “আমরা এই ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত এবং এর পেছনের তথ্য ও প্রেক্ষাপট খতিয়ে দেখছি।”

 এছাড়া জানা গেছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী কেবলমাত্র ভারত বা ইংল্যান্ড দলের পোশাক, পতাকা বা ব্যানার স্টেডিয়ামে অনুমোদিত।

এই ড্রয়ের ফলে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি এখন ২-১ ব্যবধানে ইংল্যান্ডের পক্ষে থাকলেও, ওভালে শেষ টেস্টে জিতলে সিরিজ ড্র করার সুযোগ পাবে ভারত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর