রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেও রেকর্ড হলো না অজিদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১০:১৮ এএম

শেয়ার করুন:

ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেও রেকর্ড হলো না অজিদের

টেস্টে ৩-০ ব্যবধানে পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৫-০ ব্যবধানে জিতেছে অজিরা। টি-টোয়েন্টিতে এটাই প্রথম অস্ট্রেলিয়ার ৫-০ ব্যবধানে সিরিজ জয়। টানা ৮ ম্যাচ জিতেও তারা একটি রেকর্ড থেকে দূরেই রয়ে গেল। 

এক সফরে কোনো ম্যাচ না হেরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে ৯-০ ব্যবধানে জিতেছিল। তাই অস্ট্রেলিয়া রয়ে গেল দুই নম্বরেই।


বিজ্ঞাপন


ম্যাচে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায় অজিরা। অস্ট্রেলিয়ার বোলারদের দারুণ বোলিংয়ের মুখে পড়ে ১৯.৪ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩ ওভার ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মিচেল মার্শের দল।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে এরপর শিমরন হেটমায়ার ও শারফেন রাদারফোর্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান করে আউট হন ম্যাক্সওয়েলের বলে। হেটমায়ার করেন ৩১ বলে ৫২ রান, যা দলের পক্ষে সর্বোচ্চ। শেষ দিকে জেসন হোল্ডার ২০ রান যোগ করলেও বাকিরা তেমন কিছু করতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন বেন দ্বারশুইস, নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান নাথান এলিস। এছাড়া হার্ডি, ম্যাক্সওয়েল, অ্যাবট ও জাম্পা সবাই ১টি করে উইকেট নেন।

জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও ছিল নড়বড়ে। ২৫ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে এরপর দলের সবাই ছোট ছোট অবদান রেখে জয় নিশ্চিত করেন। মিচেল ওয়েন করেন ১৭ বলে ৩৭ রান। ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩২ রান। টিম ডেভিড ৩০ ও অ্যারন হার্ডি ২৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর