শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

আফ্রিদি-শেহবাগদের রেকর্ড ভাঙলেন বাটলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

আফ্রিদি-শেহবাগদের রেকর্ড ভাঙলেন বাটলার

আধুনিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটার জস বাটলার। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইংল্যান্ড। সেই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। গতকাল সিরিজের শেষ ম্যাচেও খেলেছেন ঝড়ো ৮৬ রানের ইনিংস। আর তাতেই রেকর্ডবুকে নাম লিখিয়েছেনে এই ডানহাতি ব্যাটার। 

পাকিস্তানের শহিদ আফ্রিদি, ভারতের বীরেন্দ্র শেহবাগদের দ্রুততম ৪০০০ রানের রেকর্ডের একক মালিক এখন জস বাটলার। সব থেকে কম বল খেলে চার হাজার রান টপকে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে মাত্র ৩২৮১ বল খেলে চার হাজার রান করেন ইংল্যান্ডের অধিনায়ক। এই কীর্তি গড়ার ফলে তিনি শেহবাগ,আফ্রিদি ও ওয়ার্নারদের অনেক পিছনে ফেললেন। 


বিজ্ঞাপন


নেদারল্যান্ডসের আমস্টেলভিনে সিরিজের শেষ একদিনের ম্যাচে ৮ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। আর তাতেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ডাচরা। প্রথম ওয়ানডেতে রীতিমত রেকর্ডের বৃষ্টি শুরু করেছিল ইংলিশ ব্যাটাররা। তার শেষ হয়েছে শেষ ওয়ানডেতে ২০ ওভার বাকি থাকতে ২৪৫ রানের লক্ষ্য তাড়া করে। 

তিন ম্যাচ সিরিজে অসাধারণ পারফর্মেন্সের জন্য সিরিজ সেরা হয়েছেন জস বাটলার। 

এমএএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর