রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাহুল-গিলের দৃঢ়তায় ভারতের লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

রাহুল-গিলের দৃঢ়তায় ভারতের লড়াই

অবস্থা সুবিধাজনক হলেও ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট জিততে ইংল্যান্ডকে করতে হবে কঠিন লড়াই। চতুর্থ দিনের শেষে ভারতের প্রতিরোধেই বেঁচে আছে ম্যাচ। লোকেশ রাহুল ও শুবমান গিল দৃঢ় ব্যাটিংয়ে ইনিংস হার এড়াতে লড়ছেন।

চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৭৪ রান। এখনও ১৩৭ রানে পিছিয়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৬৬৯ রানের বিশাল স্কোরের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। একেবারেই খালি হাতে সাজঘরে ফেরেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন।


বিজ্ঞাপন


সেই ধাক্কা সামলে দলকে টেনে তোলেন অধিনায়ক গিল ও অভিজ্ঞ ব্যাটার রাহুল। তারা এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন—রাহুল ৮৭* ও গিল ৭৮* রানে ব্যাট করছেন। এই জুটি যেন ভারতের আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ইংল্যান্ডের ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেন বেন স্টোকস। দুই বছরের বেশি সময় পর শতক তুলে নেওয়ার পাশাপাশি ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ অধিনায়ক। এর মাধ্যমে টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৭ হাজার রানের সঙ্গে ২০০ উইকেটের কীর্তি গড়েন তিনি। একই তালিকায় আছেন কিংবদন্তি গারফিল্ড সোবার্স ও জ্যাক ক্যালিস।

স্টোকস ১৪১ রান করে আউট হলে ইংল্যান্ডের ইনিংস থামে ৬৬৯ রানে। ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রবীন্দ্র জাদেজা, ১৪৩ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার করেন জসপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দর।

ইনিংস হার এড়ানো এখনও চ্যালেঞ্জিং হলেও, গিল-রাহুলের প্রতিরোধে চতুর্থ টেস্টে ভারতের সামনে এখন অপ্রত্যাশিত এক ড্রয়ের সম্ভাবনা। শেষ দিনে আরও একটি রোমাঞ্চ অপেক্ষা করছে ওল্ড ট্র্যাফোর্ডে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর