পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যুদ্ধে জড়ায় ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতাও বেড়ে যায়। ফলে এশিয়া কাপ আয়োজন নিয়ে ছিল নানা শঙ্কা। তবে সব শঙ্কার অবসান হয়েছে। টুর্নামেন্ট আয়োজন নিয়ে জল্পনা-কল্পনাও থামছে। আজ শনিবার সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি এক এক্স পোস্টে এশিয়া কাপ শুরুর দিন-তারিখ ঘোষণা করেন। এরপর এক পোস্টে তিনি পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছেন।
এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে তিনি বলেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টটি হবে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে।"
বিজ্ঞাপন
৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে এশিয়া কাপ। এশিয়া কাপের এবারের আসরে অংশ নেবে ৮টি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। টুর্নামেন্টে থাকবে গ্রুপ পর্ব, এরপর সুপার ফোর, এবং সেরা দুই দলের মধ্যে হবে ফাইনাল।
দুই গ্রুপে ভাগ হয়ে মোট আটটি দল অংশ নেবে এবারের এশিয়া কাপে— ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি
| ম্যাচ | তারিখ |
| বাংলাদেশ বনাম হংকং | ১১ সেপ্টেম্বর |
| বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ১৩ সেপ্টেম্বর |
| বাংলাদেশ বনাম আফগানিস্তান | ১৬ সেপ্টেম্বর |
এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ হংকং। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দল মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। আর টাইগাররা শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সুপার ফোরে দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর যে দুই দল পয়েন্ট টেবিলের উপরে থাকবে তাদের নিয়ে হবে ফাইনাল। সূচি প্রকাশ করা হলেও আরব–আমিরাতের কোন মাঠে কার ম্যাচ হবে, তা জানাননি নাকভি।

