রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ দল ঘোষণার ৪০ মিনিট পর স্থগিত নারী কাবাডি বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

Kabadi
বাংলাদেশ নারী কাবাডি দল।

বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড় রুপালীকে অধিনায়ক করে ১৫ সদস্যের নারী কাবাডি দল ঘোষণা করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


তবে এই ঘোষণার মাত্র ৪০ মিনিট পরই আসে অপ্রত্যাশিত এক খবর। ভারত থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়, ৩ থেকে ১৩ আগস্ট হায়দ্রাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ই-মেইল পাই। তারা জানিয়েছে, অংশগ্রহণকারী দেশগুলোর কন্টিনজেন্ট তালিকার ক্লিয়ারেন্স পেতে দেরি হচ্ছে। এ কারণেই বিশ্বকাপ আপাতত স্থগিত করা হয়েছে। তারা পরবর্তী তারিখ শিগগিরই জানাবে।

এর আগে সংবাদ সম্মেলনে তিনি চাইনিজ তাইপে ও আরও কয়েকটি দেশের ভিসা জটিলতার বিষয়টিও উল্লেখ করেন। বাংলাদেশের খেলোয়াড়দের পরদিন ভিসার আবেদন করার কথা থাকলেও টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সেটি আর প্রয়োজন হচ্ছে না।

বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট স্থগিত হওয়া খেলোয়াড়দের জন্য নিশ্চিতভাবেই হতাশাজনক। তবে ফেডারেশন জানায়, অনুশীলন কার্যক্রম আগের মতোই চলবে। 


বিজ্ঞাপন


সাধারণ সম্পাদক বলেন, বিশ্বকাপ স্থগিত হওয়া অবশ্যই দুঃখজনক। কিন্তু আমাদের প্রস্তুতি থেমে থাকবে না। কাবাডির মানোন্নয়নে ধারাবাহিক অনুশীলনের বিকল্প নেই।

এই সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা ছাড়াও উঠে আসে জাতীয় কাবাডি পঞ্জি, গোপালগঞ্জে প্রস্তাবিত কাবাডি কমপ্লেক্স এবং মাসিক বেতন-ইন্স্যুরেন্স কাঠামোর মতো নানা গুরুত্বপূর্ণ আলোচনা।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ সময়কালীন ক্রীড়াপঞ্জি প্রকাশ করেছে। এতে জাতীয় পর্যায়ে দশটি এবং আন্তর্জাতিক পর্যায়ে সাতটি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। পাশাপাশি থাকছে চারটি প্রশিক্ষণ ক্যাম্প।

এদিকে নতুন যুগে প্রবেশ করছে দেশের কাবাডি খেলা। প্রথমবারের মতো মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে খেলোয়াড়দের। শুরুতে ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতিমূলক অনূর্ধ্ব-১৮ নারী দলের ২০ সদস্য পাবেন এই সুবিধা। ধাপে ধাপে এই বেতন কাঠামোর আওতায় আসবেন পুরুষ খেলোয়াড়রাও।

এছাড়া খেলোয়াড়দের স্বাস্থ্যগত নিরাপত্তায় ইন্স্যুরেন্স কাভারেজ চালু করেছে ফেডারেশন। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে অংশীদারিত্বে ইনজুরি ও অন্যান্য স্বাস্থ্যগত সহায়তা পাবে কাবাডি খেলোয়াড়রা।

আগামী ২৯ জুলাই শুরু হতে যাচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। দেশের সব জেলার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতাকে আটটি জোনে ভাগ করা হয়েছে দেশের প্রধান নদ-নদীর নামে, পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রুপসা, ধানসিঁড়ি, সুরমা ও মধুমতি।

প্রতিটি জোনে আটটি করে জেলা অংশ নেবে। নির্ধারিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে, বগুড়া (পদ্মা), রংপুর (তিস্তা), টাঙ্গাইল (ব্রহ্মপুত্র), কুমিল্লা (কর্ণফুলী), যশোর (রুপসা), বরিশাল (ধানসিঁড়ি), সিলেট (সুরমা) এবং গোপালগঞ্জ (মধুমতি)।

জোনাল প্রতিযোগিতার পর বিজয়ী দলগুলো অংশ নেবে আন্তজেলা চ্যাম্পিয়নশিপে। সেখান থেকে শীর্ষ চারটি দল অংশ নেবে সার্ভিসেস দলের সঙ্গে জাতীয় চ্যাম্পিয়নশিপে।

এদিকে গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনুকূলে লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১২ একর জমির উপর গড়ে উঠবে পূর্ণাঙ্গ কাবাডি কমপ্লেক্স। থাকবে ইনডোর জিমনেশিয়াম, সুইমিংপুল, হোস্টেল এবং দুইটি খেলার মাঠ।

এখানেই পরিচালিত হবে জাতীয় ও বয়সভিত্তিক নারী-পুরুষ কাবাডি দলের প্রশিক্ষণ। ফিটনেস ট্রেইনার, কোচ, রেফারি এবং প্রযুক্তিনির্ভর ক্রীড়া কার্যক্রমও হবে এখানে। দ্রুত সংস্কার শেষে পুরো কাঠামো চালু করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক আব্দুল হক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুলিশের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান।

বিশ্বকাপের স্থগিতাদেশে হতাশ হলেও আগামী দিনের পরিকল্পনায় উজ্জ্বল আশা দেখছে কাবাডি ফেডারেশন। তাদের ভাষায়, এই খেলাকে এগিয়ে নিতে দরকার অবকাঠামো, সম্মান, নিরাপত্তা এবং নিয়মিত প্রস্তুতি। এই চারটিই আমরা নিশ্চিত করছি।

এমআই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর