রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাসেলের উপহার দেওয়া ব্যাট দিয়েই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ডেভিডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

রাসেলের উপহার দেওয়া ব্যাট দিয়েই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ডেভিডের

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন টিম ডেভিড। শুক্রবার (২৫ জুলাই) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৩৭ বলে সেঞ্চুরি করে দেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই হার্ডহিটার ব্যাটার। আর মজার বিষয় হলো- এই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কাছে থেকে উপহার পাওয়া ব্যাটে।

এই ইনিংসের ওপর ভর করেই ২১৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ডেভিডের ব্যাটিং তাণ্ডব এতটাই ছিল যে ম্যাচ শেষে তিনি একাই শিরোনাম কেড়ে নেন।


বিজ্ঞাপন


১৬ বলে হাফসেঞ্চুরি করেই ভেঙে ফেলেন আরেকটি জাতীয় রেকর্ড। আগের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি ১৭ বলে ছিল মার্কাস স্টয়নিস ও ট্রাভিস হেডের দখলে।

গত বছর এডিনবরা‌য় স্কটল্যান্ডের বিপক্ষে জশ ইংলিসের করা ৪৩ বলের সেঞ্চুরিকেও পেছনে ফেলেছেন ডেভিড। টি-টোয়েন্টিতে ফিনিশারের ভূমিকায় অস্ট্রেলিয়ার হয়ে তাঁর নাম এখন আরও বড় করে লেখা যাবে।

Screenshot_2025-07-26_150146

ম্যাচ শেষে ডেভিড বলেন, “আমি আন্দ্রে রাসেলের ব্যাট প্রায় এক বছর ধরে সঙ্গে নিয়ে ঘুরছি। মনে হলো, এবারই সেটা ব্যবহার করার সেরা সময়। অনেকদিন ধরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করছি, এখন মনোযোগ দিচ্ছি শট বাছাইয়ে।”


বিজ্ঞাপন


এই মাঠেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলেছেন টিম ডেভিড। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা কাজে দিয়েছে বলে জানান তিনি।

“অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা দারুণ আনন্দের ছিল। সাম্প্রতিক সময়ে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে পেরেছি, শরীরটাও ঠিকঠাক আছে। একদমই ভাবিনি অস্ট্রেলিয়ার হয়ে শতক পাবো। উইকেট ভালো ছিল, বাউন্ডারিগুলোও ছোট- তাই নিজের শক্তির ওপর ভরসা রাখতেই হয়। ওয়ার্নার পার্কে ব্যাটিং করাটা সত্যিই দারুণ, সিপিএলে এখানকার অভিজ্ঞতাটা কাজে দিয়েছে,” বলেন ডেভিড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর