ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেই টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছেন জো রুট। এই ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলার পথে তিনি গড়েছেন একাধিক রেকর্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- এই ইনিংসে রুট টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন।
টেস্টে এখন কেবল শচীনই রুটের সামনে
রুটের রান সংখ্যা এখন ১৩,৪০৯। এর আগে ছিলেন চতুর্থ স্থানে। এক ইনিংসে পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) এবং রিকি পন্টিং (১৩,৩৭৮)-কে। এখন টেস্ট ক্রিকেটে তার সামনে আছেন কেবল শচীন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৫,৯২১ রান।
বিজ্ঞাপন
৩৮টি টেস্ট সেঞ্চুরি, সমান সাঙ্গাকারার
এই ইনিংস দিয়ে রুটের টেস্ট সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮। টেস্টে এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল চার ব্যাটারের। তারা হলেন, শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১) এবং কুমার সাঙ্গাকারার (৩৮)। সাঙ্গাকারাকে তিনি ছুঁয়ে ফেলেছেন।
অর্ধশতক-প্লাস ইনিংসে পন্টিং ও ক্যালিসকেও পেছনে
রুটের টেস্ট ক্যারিয়ারে এখন ১০৪টি পঞ্চাশোর্ধ ইনিংস। পন্টিং ও ক্যালিস- দুজনেরই ছিল ১০৩টি করে। এখন এই তালিকায় রুটের সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার (১১৯)।
ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি
ভারতের বিপক্ষে এটি রুটের ১২তম টেস্ট সেঞ্চুরি যা সবচেয়ে বেশি। তার পেছনে আছেন স্টিভেন স্মিথ (১১)। আর কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় রুট আছেন তৃতীয় স্থানে। ডন ব্র্যাডম্যানের ইংল্যান্ডের বিপক্ষে ১৯টি এবং সুনীল গাভাস্কারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল ১৩টি।

বিজ্ঞাপন
ইংল্যান্ডে ভারতের বিপক্ষে রুটই এখন সেরা
ভারতের বিপক্ষে রুটের ১২টি সেঞ্চুরির ৯টিই এসেছে ইংল্যান্ডে। নিজ দেশে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এত বেশি সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। দ্বিতীয় স্থানে আছেন ব্র্যাডম্যান- ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৮টি।
নিজের দেশে ২৩তম টেস্ট সেঞ্চুরি
রুটের ইংল্যান্ডে এটি ২৩তম সেঞ্চুরি। কোনো দেশের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় তিনি এখন শীর্ষে- পন্টিং (অস্ট্রেলিয়া), ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা)- তিনজনেরই নিজ নিজ দেশে ছিল ২৩টি করে।
ইংল্যান্ডে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিনে রুট
ইংল্যান্ডে টেস্টে রুটের রান সংখ্যা এখন ৭১৯৫। নিজ দেশের মাঠে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের মধ্যে তিনি আছেন তিন নম্বরে। একে আছেন পন্টিং (৭৫৭৮, অস্ট্রেলিয়ায়) এবং দুইয়ে শচীন (৭২১৬, ভারতে)। এছাড়া টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও এখন রুটই।

ওল্ড ট্র্যাফোর্ডে ইতিহাস
ওল্ড ট্র্যাফোর্ডে রুটের টেস্ট রান এখন ১১২৮। এই মাঠে টেস্টে ১০০০ রান পূর্ণ করা প্রথম ব্যাটার তিনিই। এর আগে লর্ডসে তার রান ছিল ২১৬৬। এটি তার দ্বিতীয় মাঠ যেখানে টেস্টে ১০০০-এর বেশি রান করেছেন।
জাদেজার বিপক্ষে রুটের রেকর্ড
রবীন্দ্র জাদেজার বিপক্ষে রুটের রান এখন ৫৮৮ (৩৭ ইনিংসে ৯ বার আউট)। কোনো নির্দিষ্ট বোলারের বিপক্ষে এত বেশি রান আর কেউ করতে পারেননি। আগের রেকর্ড ছিল স্টিভেন স্মিথের, যিনি স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে করেছিলেন ৫৭৭ রান (৪৯ ইনিংসে ১১ বার আউট)।
জো রুটের ব্যাটে তাই শুধু রেকর্ডই ভাঙছে না, তৈরি হচ্ছে নতুন ইতিহাসও।

