রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেস্ট থেকে সরে দাঁড়াতে পারেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

টেস্ট থেকে সরে দাঁড়াতে পারেন বুমরাহ

ভারতের তারকা পেসার জাশপ্রীত বুমরাহর টেস্ট ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ। ওল্ড ট্র্যাফোর্ডে চলমান টেস্ট ম্যাচে বুমরাহর পারফরম্যান্স ও শারীরিক অবস্থায় দুর্বলতার ছাপ দেখে এমন মন্তব্য করেন তিনি।

প্রথম দুই দিনের খেলায় বুমরাহ মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। বোলিংয়ের গতি নিয়েও দেখা গেছে বিরূপ প্রতিক্রিয়া। কেবল একবারই ১৪০ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি। এর বাইরে জানা গেছে, মাঠের সিঁড়ি নামার সময় তিনি হালকা চোটও পেয়েছেন।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে কাইফ লেখেন,‘জাশপ্রীত বুমরাহ এখন শরীরের কাছে হেরে যাচ্ছেন, বল ফেলছেন ধীরে। আগের মতো গতি আর নেই। যদি নিজে অনুভব করেন যে দেশের জন্য শতভাগ দিতে পারছেন না, তাহলে হয়তো নিজেই অবসর নেবেন।’

তিনি আরও বলেন,‘১৩০-১৩৫ কিলোমিটার গতি ধরে রাখাও তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফিট অবস্থায় বুমরাহ এমন পিচে উইকেট তুলে নিতেন যেখানে কিপার শুধু ক্যাচ নিতেন। এখনো খেলতে চান তিনি, কিন্তু শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না।’

বর্তমানে ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতির প্রসঙ্গ টেনে কাইফ বলেন,‘ভারতীয় ভক্তরা হয়তো এখন ধীরে ধীরে বুমরাহ ছাড়া টেস্ট ম্যাচ দেখতে অভ্যস্ত হয়ে পড়বে।’

শেষে তিনি আশা প্রকাশ করে বলেন,‘আমি চাই আমার আশঙ্কা ভুল হোক। কিন্তু আজকের বুমরাহকে দেখে মনে হচ্ছে তিনি খেলা উপভোগ করছেন না, শরীর সঙ্গ দিচ্ছে না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর