রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওল্ড ট্রাফোর্ডে বাজবল ক্রিকেটে ভারতকে আতঙ্কে রেখেছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

ওল্ড ট্রাফোর্ডে বাজবল ক্রিকেটে ভারতকে আতঙ্কে রেখেছে ইংল্যান্ড

ম্যানচেস্টারে চলমান ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনে দারুণ খেলেছে ইংল্যান্ড। ভারতের ৩৫৮ রানের জবাবে তারা দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ফলে প্রথম ইনিংসেই ইংলিশরা এগিয়ে গেছে ১৮৬ রানে।

দিনটিতে সবচেয়ে বেশি আলো কাড়েন জো রুট। ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি গড়েছেন একাধিক রেকর্ড। এটি ছিল টেস্টে তার ৩৮তম সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রুট। তার মোট রান এখন ১৩,৪০৯। তিনি পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রিকি পন্টিংকে (১৩,৩৭৮)। এখন তার সামনে কেবল শচীন টেন্ডুলকার (১৫,৯২১)।


বিজ্ঞাপন


ভারতের বিপক্ষে এটিই রুটের ১২তম টেস্ট সেঞ্চুরি, যা এই প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন স্টিভ স্মিথকে (১১)।

এদিন সকালবেলায় রুট ও অলি পোপ ১১ ও ২০ রানে খেলা শুরু করেন। দুজন মিলে গড়েন ১৪৪ রানের জুটি। পোপ ৭১ রান করে আউট হলে কিছু সময় পর হ্যারি ব্রুকও (৩) সাজঘরে ফেরেন।

এরপর বেন স্টোকসকে সঙ্গে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন রুট। এই জুটিতে আসে ১৪২ রান। ইনিংসের মাঝপথে স্টোকস রিটায়ার্ড হার্ট হলে কিছুটা ধাক্কা খায় ইংল্যান্ড। এরপর রুট (১৫০), জেমি স্মিথ (৯) ও ক্রিস ওকস (৪) দ্রুত ফিরলে পড়ে যায় ৭ উইকেট। শেষদিকে আবার ব্যাট করতে নেমে স্টোকস অপরাজিত থাকেন ৭৭ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন লিয়াম ডওসন (২১*)।

ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর