রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিকিটের অর্থ বিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দিবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

টিকিট বিক্রির অর্থ বিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দিবে বিসিব

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আজ লক্ষ্য ম্যান ইন গ্রিনদের ধবলধোলাই করা। সে লক্ষ্যেই আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে লাল-সবুজের দল। 

সিরিজের শেষ ম্যাচের আগে বিসিবি জানিয়েছে, সম্প্রতি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 


বিজ্ঞাপন


আজ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের তৃতীয় টি–টোয়েন্টির টিকিট বিক্রির অর্থ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের বিসিবি। 

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক ও স্মরণের মুহূর্তে, আমাদের একটি সম্প্রদায় হিসেবে একসাথে দাঁড়ানো উচিত। সম্প্রতি ঘটে যাওয়া এসব মর্মান্তিক ঘটনার শিকারদের আরোগ্য প্রক্রিয়ায় সামান্য হলেও অবদান রাখতে পেরে বিসিবি গর্বিত ও কৃতজ্ঞ। ভুক্তভোগী পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর