পাকিস্তানকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। মাঠের এই সাফল্যের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এসেছে খুশির খবর। টি-টোয়েন্টির সর্বশেষ র্যাঙ্কিংয়ে দারুণ সাফল্য পেয়েছেন দুই টাইগার বোলার মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী হাসান।
সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন ফিজ। তিন ম্যাচে মাত্র সাত রান গড়ে তিনটি উইকেট নেওয়ার পর আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে এখন তিনি নবম স্থানে। তার সঙ্গে যৌথভাবে এই অবস্থানে রয়েছেন ভারতের পেসার আর্শদীপ সিংহ। দুজনের রেটিং পয়েন্ট সমান ৬৫৩।
বিজ্ঞাপন
মুস্তাফিজের পাশাপাশি আলো ছড়িয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানও। তিন ম্যাচে তিন উইকেট নেওয়ার পাশাপাশি শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে ২৫ রান দেন, যার ফলে ৮ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে এখন মেহেদী আছেন ১৬ নম্বরে।
এদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলে তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ২২১। তার উপরে কেবল ভারতের হার্দিক পান্ডিয়া।
অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও আলো ছড়িয়েছেন। প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করে দলকে জেতানোর পাশাপাশি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। ব্যাটারদের মধ্যে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ চার ধাপ এগিয়ে উঠে এসেছেন দশম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি করেন ৩৯ বলে ৫৫ রান।

