রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ ২০২৬ বিশ্বকাপে ভালো কিছু করবে: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১০:২৯ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ ২০২৬ বিশ্বকাপে ভালো কিছু করবে: তামিম ইকবাল

মাত্র কয়েক মাস আগেও আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের খরায় ভুগছিল বাংলাদেশ। কিন্তু এক মাসের ব্যবধানে যেন সব বদলে গেছে। বিশেষ করে টি-টোয়েন্টির মতো একটি সংস্করণে, যেখানে বাংলাদেশ সবসময়ই পিছিয়ে থেকেছে—সেই সংস্করণেই এখন ধারাবাহিকভাবে জয় তুলে নিচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

১৩ জুলাই ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে জয়যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর কলম্বোতে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জেতে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই আত্মবিশ্বাস ধরে রেখেই মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের নাটকীয় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।


বিজ্ঞাপন


এই গুরুত্বপূর্ণ ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন দেশের সাবেক ওপেনার তামিম ইকবাল। ম্যাচ শেষে গণমাধ্যমের প্রশ্নে তিনি বলেন, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় কিছু করে দেখাতে পারবে বাংলাদেশ। তামিম বলেন,'টি-টোয়েন্টিতে আমরা সাধারণত এমন সাফল্যের আশা করি না। কিন্তু এই দলটা যদি এভাবে খেলে, তাহলে বিশ্বকাপে ভালো কিছু করবেই।'

এ বছর মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন লিটন দাস। শুরুটা ভালো হলেও তখন সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হতে হয়। টানা ৬ ম্যাচ হারের পর এখন আবার জয়ের রাস্তায় ফিরেছে দলটি—শেষ চার টি-টোয়েন্টি ম্যাচে জয় বাংলাদেশের।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি সিরিজ জয়কে ‘বাংলাদেশ ক্রিকেটের পুনর্জাগরণ’ হিসেবে দেখছেন তামিম। তাঁর মতে,'এই জয় শুধু ক্রিকেটারদের নয়, ভক্ত-সমর্থকদেরও প্রাপ্য। এই দলটা খুবই তরুণ। পারফরম্যান্স না এলে সমালোচনা হয়, কিন্তু জয় পেলে আত্মবিশ্বাস বাড়ে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর