রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিদায়ী ম্যাচেও বিধ্বংসী রাসেল, পেলেন গার্ড অফ অনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

বিদায়ী ম্যাচেও বিধ্বংসী রাসেল, পেলেন গার্ড অফ অনার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বিদায়ী ম্যাচে সতীর্থদের পাশাপাশি অস্ট্রেলিয়ান খেলোয়াড়রাও তাকে ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানান। গ্যালারিভর্তি দর্শক তখন করতালিতে ভাসাচ্ছিলেন এই ক্যারিবিয়ান মহাতারকাকে।

৩৭ বছর বয়সী এই জ্যামাইকান তার শেষ ম্যাচেও দেখালেন চেনা আগ্রাসী ব্যাটিং। মাত্র ১৫ বলে ৩৬ রান করেন রাসেল। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি চার। স্ট্রাইক রেট ছিল ২৪০। তার এই ছোট কিন্তু ঝড়ো ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৭২ রান, যদিও হারায় ৮ উইকেট।


বিজ্ঞাপন


ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় ছিল রাসেলের বিদায়। সিরিজ শুরুর আগেই তিনি জানিয়েছিলেন, এটিই তার শেষ আন্তর্জাতিক সিরিজ। ম্যাচ শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। সবাই জানত, আজই শেষবারের মতো মেরুন জার্সিতে দেখা যাবে রাসেলকে।

andre_russel

বিদায়বার্তায় আবেগ আপ্লুত রাসেল বলেন, "কী বলব, বুঝতে পারছি না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটা ছিল আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। আমি সবসময় চেয়েছি মেরুন জার্সিতে নিজের ছাপ রেখে যেতে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারি। ঘরের মাঠে, পরিবারের সামনে খেলতেই সবচেয়ে ভালো লাগত। আমি চেয়েছি ক্যারিয়ারটা যেন গর্বের সঙ্গেই শেষ করতে পারি।"

আন্তর্জাতিক ক্যারিয়ারে রাসেল খেলেছেন মোট ১৪৩টি ম্যাচ— যার মধ্যে ৮৬টি টি–টোয়েন্টি, ৫৬টি ওয়ানডে ও একটি টেস্ট। ২০১২ ও ২০১৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই তারকা অলরাউন্ডার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর