রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপলক্ষে মেট্রোরেলের সময়সূচি বৃদ্ধি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপলক্ষে মেট্রোরেলের সময়সূচি বৃদ্ধি
ছবি: সংগৃহীত

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় পুরো দেশই এখন শোকে কাতর। এমন শোকাবহ পরিবেশে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামতে হচ্ছে লিটন দাসদের। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। 

এই ম্যাচে গ্যালারিভর্তি দর্শকের যাতায়াতের সুবিধায় আজ (২২ জুলাই) বাড়তি তিনটি মেট্রোরেল চালাবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


বিজ্ঞাপন


সাধারণত রাত ৯টার পর আর কোনো মেট্রোরেল চলাচল করে না। তবে আজ উত্তরা উত্তর থেকে রাত ৯টা ১৫, ১০টা ও ১০টা ১৫ মিনিটে তিনটি বিশেষ ট্রেন ছাড়বে, যেগুলো যাবে মতিঝিলে।

একইভাবে, মতিঝিল থেকেও ছাড়বে অতিরিক্ত তিনটি ট্রেন। রাত ৯টা ৫৫, ১০টা ৪০ ও ১০টা ৫৫ মিনিটে এসব ট্রেন ছাড়বে উত্তরা উত্তরের উদ্দেশে।

বাড়তি এ ট্রেনসেবার কারণে আজ রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত সব স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে।

ডিএমটিসিএল জানিয়েছে, শুধুমাত্র আজকের ম্যাচ উপলক্ষেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দর্শকরা সহজে মাঠে যেতে ও ফিরে আসতে পারেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর