রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকায় ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান না আসলে কি এসিসি মিটিং বাতিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১০:৩১ এএম

শেয়ার করুন:

ঢাকায় ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান না আসলে কি এসিসি মিটিং বাতিল

আগামী ২৪ ও ২৫ জুলাই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসিসির ২৫টি সদস্য দেশের মধ্যে ইতিমধ্যে ১৬–১৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

এ উপলক্ষে এসিসির একটি অগ্রবর্তী দল ইতোমধ্যেই ঢাকায় পৌঁছে গেছে। অতিথিদের জন্য অনঅ্যারাইভাল ভিসাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বিসিবি। 


বিজ্ঞাপন


তবে এই সভাকে ঘিরে শুরু হয়েছে কিছু রাজনৈতিক টানাপোড়েন। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সভায় অংশ নেবে না। তাদের দাবি, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের শীতলতাই এর মূল কারণ। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সভা বর্জনের চিন্তা করছে বলে জানা গেছে। 

বিসিসিআই নাকি শুরুতে সভাটি অন্য দেশে আয়োজনের অনুরোধ করেছিল এসিসিকে। তবে এসিসি সেই অনুরোধ গ্রহণ না করায় ভারত সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিসিবির একাধিক সূত্রকে উদ্ধৃত করে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, বিসিবির কিছু পরিচালকও এ বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। তারা মনে করছেন, ঢাকায় সভা হলে বিসিসিআই অসন্তুষ্ট হতে পারে।

তবে বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, এসিসির অনুরোধেই তারা সভার আয়োজন করছে। এ বিষয়ে বিসিবি কোনো পক্ষ নয়। তার ভাষায়, "এসিসির পক্ষ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে সভাটি ঢাকায় আয়োজনের জন্য। আমরা স্বাগতিক হিসেবে সেই দায়িত্ব পালন করছি মাত্র।"

তিনি আরও জানান, শ্রীলঙ্কা বোর্ডের সভাপতি শাম্মি সিলভা অসুস্থ থাকায় সরাসরি উপস্থিত না হলেও ভার্চুয়ালি সভায় অংশ নিতে পারেন। আফগানিস্তানের প্রতিনিধি আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।


বিজ্ঞাপন


সূত্র জানায়, প্রায় তিন সপ্তাহ আগে এসিসি ও পিসিবি প্রধান মোহসিন নাকভি আমিনুল ইসলামকে অনুরোধ করেন সভাটি ঢাকায় করার জন্য। সেসময় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ চলবে জানিয়ে শুরুতে কিছুটা দ্বিধায় ছিলেন আমিনুল। তবে নাকভি বুঝিয়ে বলেন, এজিএম চলাকালে ম্যাচ থাকলে সদস্যরা মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারবেন, যা দক্ষিণ এশিয়ার ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা হবে।

এই পরিস্থিতিতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ঢাকায় সভা হলে বিসিসিআই আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ থেকেও নাম প্রত্যাহার করতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর