সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের জমজমাট আসর শেষের পথে। আলোচনা, সমালোচনা আর গোলবন্যার মধ্য দিয়ে এগিয়ে চলা এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে আজ 'অঘোষিত ফাইনালে' মাঠে নামবে আফঈদা খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শক্তিশালী নেপাল।
চার দলের এই টুর্নামেন্টে কোনো ফাইনাল নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলছে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের সামনে সমীকরণ সহজ। আজ নেপালের সঙ্গে ড্র করলেই শিরোপা নিশ্চিত। তবে হারলেই হাতছাড়া হবে ট্রফি।
বিজ্ঞাপন
কেননা এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্ট ১৫। অন্যদিকে, সমান ম্যাচে ৪ জয় ও ১ হার নিয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেপাল। প্রথম দেখায় নেপালকে ৩-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তাই আজ ড্র করলেও ট্রফি উঠবে বাংলাদেশের হাতেই।
তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে নেপাল। পাঁচ ম্যাচে তারা গোল দিয়েছে ৩০টি, খেয়েছে ৪টি। ফলে তাদের গোল পার্থক্য ২৬। আর বাংলাদেশ গোল করেছে ২৪টি, খেয়েছে ৪টি- পার্থক্য ২০। অর্থাৎ, আজ বাংলাদেশ হেরে গেলে দুই দলের পয়েন্ট সমান হলেও শিরোপা যাবে নেপালের ঘরে।
ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাতটায়। বৃষ্টিভেজা মাঠেও আগের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা ওঠানামা দেখা গেলেও, কোচ পিটার বাটলার জানান, এটি পরিকল্পনারই অংশ। সামনে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার কথা রয়েছে জাতীয় দলের। সেই প্রস্তুতির অংশ হিসেবেই দলের প্রায় সব খেলোয়াড়কে খেলিয়ে দেখছেন তিনি।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫-০ গোলে জয় পেলেও একাদশে পাঁচটি পরিবর্তন করেন বাটলার। তার ভাষায়, ‘শিরোপা জেতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এসেছি নারী ফুটবলারদের উন্নতি করতে। এএফসি কাপের জন্য প্রস্তুত করতে। আজকের ম্যাচে আত্মতুষ্টির কোনো জায়গা নেই।’
নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন কোচ, ‘নেপাল খুবই ভালো দল। আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ওপরে। ওদের বেশ কিছু দারুণ গোলদাতা রয়েছে। মেয়েরা যদি ভাবে সহজেই জিতে যাবে, তাহলে সেটা হবে মারাত্মক ভুল।’
দলের ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছে তৃষ্ণা রানীর পারফরম্যান্স। সাগরিকার বদলি হিসেবে মাঠে নেমে আলো ছড়িয়েছেন এই তরুণী। কোচও দিয়েছেন প্রশংসা। সব মিলিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শেষ দিন আজ যেন রুদ্ধশ্বাস অপেক্ষা। ড্র করলেই ট্রফি নিশ্চিত বাংলাদেশের। তবে হারলেই হিসাব বদলে যাবে। তাই আজকের ম্যাচই হয়ে উঠেছে আসল পরীক্ষা।

