রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তামিমের পর সাজঘরে লিটন, বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

তামিমের পর সাজঘরে লিটন, বিপাকে বাংলাদেশ

ঘরের মাঠে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। আর দুর্দান্ত বোলিংয়ে ম্যান ইন গ্রিনদের ১১০ রানে অল আউট করেন তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি স্বাগতিকদের। 

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট হন ওপেনার তানজিদ তামিম। সালমান মির্জার বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি আউট হন ফখর জামানের মুঠোবন্দী হয়ে। 


বিজ্ঞাপন


এরপর ক্রিজে ওরেক ওপেনার পারভেজ ইমনের সঙ্গী হন অধিনায়ক লিটন। তবে তিনিও আউট হন দ্রুতই। তৃতীয় ওভারে সালমান মির্জার বলে আউট হন তিনি। এবার ক্যাচ নেন খুশদিল শাহ। ২ উইকেট হারিয়ে চাপে পড়ার পর ক্রিজে ইমনের সঙ্গী হয়েছেন তাওহিদ হৃদয়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪ রান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর