রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অলিম্পিক ক্রিকেটে কোন দেশ খেলবে, সিদ্ধান্ত নিবে আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

অলিম্পিক ক্রিকেটে কোন দেশ খেলবে, সিদ্ধান্ত নিবে আইসিসি

দীর্ঘ ১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে থাকবে ছয়টি করে দল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বিষয়টি চূড়ান্ত করে সূচি ও ঘোষণা করেছে ইতিমধ্যে। তবে এই ইভেন্টে অংশ নেওয়া ক্রিকেটের সব থেকে বড় প্রশ্ন, ছয়টি করে দুই বিভাগে (পুরুষ ও নারী) কিসের ভিত্তিতে জায়গা নিবে? আর এ জ্যন্য আইসিসি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে কাজ করবে এই ওয়ার্কিং গ্রুপ।

সেক্ষেত্রে ২০২৮ অলিম্পিকে স্বাগতিক হিসেবে ক্রিকেট খেলবে যুক্তরাষ্ট্র। অন্য ৫ দল কিহিসেবে আসবে এ জন্য ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। যেখানে কোনো কোনো বোর্ডের প্রতিনিধিরা জানিয়েছে, র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দল নির্বাচনকে সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত। 


বিজ্ঞাপন


এছাড়া উঠে এসেছে বাছাইপর্ব আয়োজনের প্রস্তাব। তবে আইসিসির ভবিষ্যৎ ক্রিকেট সূচির (এফটিপি) সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। যার জন্য তার বিকল্প যাচাই করে দেখবে ওয়ার্কিং গ্রুপ, এমনটাই জানা যায়। সিঙ্গাপুরে চলমান আইসিসির সভায় চূড়ান্ত হতে পারে এই ওয়ার্কিং গ্রুপ। 

এদিকে সম্প্রতি টেস্ট ক্রিকেটকে দুই স্তর করা নিয়ে বেশ আলোচনা হয়। যা নিয়ে আইসিসির সভায় আলোচনা হওয়ার থাকলেও এখনও এই প্রসঙ্গে সভায় ওঠেনি বলা জানা যায়। তবে ধারণা করা হচ্ছে, দ্বিস্তরের টেস্ট নিয়ে কাজ করবে ওয়ার্কিং গ্রুপ। তাদের সুপারিশের ভিত্তিতে দ্বিস্তরের টেস্ট চালু নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। 

একইভাবে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সংস্করণেও যদি কোনো পরিবর্তনের প্রয়োজনীতা বোধ করে ওয়ার্কিং কমিটি, তাহলে তারা সুপারিশ দিতে পারবে আইসিসিকে।

উল্লেখ্য, ক্রিকেট এর আগে মাত্র একবারই জায়গা পেয়েছিল অলিম্পিকে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে হয়েছিল একমাত্র ম্যাচ, যেখানে জয়ী হয়েছিল ব্রিটিশরা। এরপর দীর্ঘ ১২৮ বছর ধরে অলিম্পিক থেকে দূরে ছিল ক্রিকেট। তাই ২০২৮ সালে অলিম্পিকে এই ফরম্যাটে ক্রিকেটের প্রত্যাবর্তনকে ইতিহাসের এক বিশেষ অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর