সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার টেস্টে অভিনব এক রেকর্ড ১৪ বছরের সূর্যবংশীর, টপকে গেলেন মিরাজকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

এবার টেস্টে অভিনব এক রেকর্ড ১৪ বছরের সূর্যবংশীর, টপকে গেলেন মিরাজকে

ক্রিকেট দুনিয়ায় বৈভব সূর্যবংশীকে নিয়ে শোরগোল নতুন কিছু নয়। বয়স তার কেবল ১৪, তবে ভারতীয় এ তরুণ ক্রিকেটার ইতোমধ্যেই তারকা বনে গিয়েছেন। আইপিএলে সেঞ্চুরি থেকে শুরু করে আরও অনেক রেকর্ডই গড়েছেন তিনি। এরপর ভারতের হয়ে যুব ক্রিকেটে ডাক পান তিনি। এখন ভারতের যুব দলের হয়ে আছেন ইংল্যান্ড সফরে। সেখানে সাদা বলের ক্রিকেটে তিনি খেলেছেন দুর্দান্ত, এবার লাল বলের ক্রিকেটেও গড়েছেন অভিনব এক রেকর্ড। 

ভারতের উদীয়মান ব্যাটার সূর্যবংশী গড়েছেন দুর্দান্ত এক রেকর্ড। মাত্র ১৪ বছর বয়সেই ইয়ুথ টেস্টে অর্ধশতক ও উইকেট শিকার করে নতুন ইতিহাস লিখেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।


বিজ্ঞাপন


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইয়ুথ টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৪ রানে আউট হন সূর্যবংশী। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ান তিনি। খেলেন মাত্র ৪৪ বলে ৫৬ ঝোড়ো ইনিংস। ব্যাট হাতে ঝলক দেখানোর পাশাপাশি বল হাতেও নেন ২টি উইকেট। আর এতেই ১৪ বছর বয়সে ইয়ুথ টেস্টে অর্ধশতক ও উইকেট নেওয়া ইতিহাসে প্রথম ক্রিকেটার হয়ে যান তিনি।

এর আগে এই কীর্তির মালিক ছিলেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১৫ বছর ১৬৭ দিন বয়সে তিনি এই কীর্তি গড়েছিলেন। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙে এগিয়ে গেছেন আরও এক ধাপ। তিনি আবার এই কীর্তি দু'বার গড়ার মধ্য দিয়ে আরও এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

এই তালিকায় আছেন ভারতের আরেক সাবেক তারকা সুরেশ রায়না। ২০০২ সালে ১৫ বছর ২৪২ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বোতে অর্ধশতক ও উইকেটের দেখা পেয়েছিলেন রায়না। অর্ধশতক ও উইকেট নেওয়ার রেকর্ড ছাড়াও, আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ লম্বা ফরম্যাটে একাধিকবার হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সূর্যবংশী।

প্রথম ইয়ুথ টেস্টে ভারত প্রথম ইনিংসে তোলে ৫৪০ রান। দলের অধিনায়ক আয়ুশ মাথারের সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরি করেন বিহান মালহোত্রা, উইকেটকিপার অভিজ্ঞান কুণ্ডু, রাহুল কুমার ও আরএস অম্বরিশ। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন অ্যালেক্স গ্রিন ও রালফি অ্যালবার্ট। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৪৩৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন রকি ফ্লিনটফ। ভারতের হয়ে তিন উইকেট শিকার করেন হেনিল প্যাটেল।


বিজ্ঞাপন


দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে যায় ২৪৮ রানে। মালহোত্রা আবারও সামনে থেকে নেতৃত্ব দিয়ে করেন ৬৩ রান। ইংল্যান্ডের আর্চি ভন এই ইনিংসে তুলে নেন ৬টি উইকেট। শেষ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৩৫০ রান। তবে নির্ধারিত ৫০ ওভারে তারা করতে পারে ২৭০ রান, ৭ উইকেট হারিয়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর