রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রায় ১০ হাজার কোটি আয় বিসিসিআইয়ের, আইপিএল থেকেই ৫ হাজার কোটির বেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

প্রায় ১০ হাজার কোটি আয় বিসিসিআইয়ের, আইপিএল থেকেই ৫ হাজার কোটির বেশি

২০২৩-২৪ অর্থবছরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) রেকর্ড ৯,৭৪১.৭ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অবদান এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে, যা একা ৫,৭৬১ কোটি টাকা আয় করেছে, পুরো আয়ের ৫৯ শতাংশ।

২০০৭ সালে শুরু হওয়া আইপিএল এখন বিসিসিআইয়ের সবচেয়ে বড় সম্পদ। ব্যবসা বিশ্লেষক লয়েড ম্যাথিয়াস বলেন, “বিসিসিআই ২০০৭ সালে যেন সোনার হাঁস খুঁজে পেয়েছিল। আইপিএল শুধু জনপ্রিয়ই নয়, এর মিডিয়া রাইটসের দামও দিন দিন বাড়ছে। এছাড়াও, রঞ্জি ট্রফির মতো ঘরোয়া স্তরের খেলোয়াড়রাও আইপিএলের মাধ্যমে বড় মঞ্চ পাচ্ছেন।”


বিজ্ঞাপন


আইপিএলের বাইরেও বিসিসিআই ৩৬১ কোটি টাকা আয় করেছে অন্যান্য টুর্নামেন্টের মিডিয়া রাইটস থেকে। এখন বিসিসিআই নারী প্রিমিয়ার লিগ এবং আন্তর্জাতিক বাজারেও মিডিয়া রাইটস বিক্রি করছে, যা আয়ের নতুন দরজা খুলেছে।

বিসিসিআইয়ের হাতে এখন প্রায় ৩০,০০০ কোটি টাকার রিজার্ভ রয়েছে, যেখান থেকে বছরে প্রায় ১,০০০ কোটি টাকা সুদ আসে। রেডিফিউশনের চিফ সানদীপ গোয়েল বলেন, “এই আয় শুধু টেকসই নয়, বরং প্রতিবছর ১০-১২ শতাংশ হারে বাড়তে পারে, যদি স্পনসরশিপ, মিডিয়া ডিল ও টিকিট বিক্রি বাড়ে।”

তিনি আরও বলেন, “রঞ্জি, দুলীপ কিংবা সিকে নাইডু ট্রফির মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টগুলোকে আরও বাণিজ্যিকভাবে উপস্থাপন করলে বিসিসিআইয়ের আয় আরও বাড়বে।”

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় অংশের ফান্ডই আসে বিসিসিআই থেকে। ব্র্যান্ড ফিনান্স ইন্ডিয়ার এমডি আজিমন ফ্রান্সিস বলেন, “আইসিসি এখন বিসিসিআইয়ের উপরই নির্ভরশীল, কারণ তারা নিজেরা তেমন আয় করতে পারছে না।”


বিজ্ঞাপন


এমনকি ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়াতে বিসিসিআইকে শেয়ার দেওয়ার প্রস্তাবও দিয়েছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সিইও।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর