রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ উগরে দিলেন লারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ উগরে দিলেন লারা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এর আগে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নিকোলাস পুরান। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের এই বিদায় নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলের করুণ অবস্থায় সাবেক তারকাদের সহযোগিতা চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে তার আগেই বোর্ডের ব্যর্থতা নিয়ে মুখ খোলেন লারা।


বিজ্ঞাপন


এক পডকাস্টে লারা বলেন,"ওয়েস্ট ইন্ডিজে এমন অনেক ক্রিকেটার আছে যারা জানে না তাদের ভবিষ্যৎ কী। পুরানের মতো একজন আগ্রাসী ব্যাটার মাত্র ২৯ বছর বয়সেই অবসর নিয়ে নিল। কারণ পরিষ্কার—বিশ্বজুড়ে পাঁচ-ছয়টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই তারা ভালো অর্থ উপার্জন করতে পারছে।"

বোর্ডের প্রতি সরাসরি আঙুল তুলে লারা বলেন, "আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমন কিছু করছে যা ক্রিকেটারদের অনুপ্রাণিত করে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারত এসব বিষয়ে গুরুত্ব দেয়, কিন্তু আমরা দিতে পারছি না। ফলে আমাদের ক্রিকেটাররাও জীবিকা নির্বাহের জন্য বিকল্প পথ বেছে নিচ্ছে।"

শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও একই চিত্র দেখছেন লারা। তিনি যোগ করেন, "কেইন উইলিয়ামসন, কুইন্টন ডি ককের মতো ক্রিকেটাররাও আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিচ্ছেন। এটা প্রমাণ করে তারা পরিবারের ভবিষ্যৎ চিন্তা করছে।"

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর