রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়ামির অধিনায়ক হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

মিয়ামির অধিনায়ক হলেন সাকিব

মিয়ামি ক্লাবে যোগ দিয়ে নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি শহরের ক্লাব মিয়ামি ব্লেজ তাকে দলটির অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।

আজ (বৃহস্পতিবার) ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘ম্যাক্স ৬০’-এর প্রথম ম্যাচে মাঠে নামবে মিয়ামি ব্লেজ। প্রতিপক্ষ বোকা র‍্যাটন ট্রেলব্লেজার্স। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। তবে সাকিব আজকের ম্যাচে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।


বিজ্ঞাপন


এর আগে সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালস দলের হয়ে খেলেছেন সাকিব। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেও পরের ম্যাচগুলোতে তেমন ভালো করতে পারেননি।

সাকিবকে অধিনায়ক ঘোষণা করে মিয়ামি ব্লেজ লিখেছে, “অধিনায়ক সাকিব আল হাসান, এমন একটি নাম যা বিশ্বাসের স্ফুলিঙ্গ এবং নেতৃত্বের সাথে জ্বলজ্বল করে! নেতৃত্বের জন্য তৈরি। জয়ের জন্য প্রস্তুত। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অধিনায়ক সাকিব আল হাসানকে। আগুনে পারফর্মেন্সে তিনি মিয়ামি ব্লেজের পথ প্রশস্ত করতে প্রস্তুত।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর