দারুণ জয়ে শ্রীলঙ্কা সফর শেষ করল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতল সফরকারীরা। লঙ্কাদের মাটিতে দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজ জয় তুলে নিয়ে দারুণ খুশি বাংলাদেশ অধিনায়ক। সিরিজ শেষে তিনি বলেন, “যে কোনো জয়েই ভালো লাগে, তবে দেশের বাইরে জয় পাওয়া আরও গর্বের। আশা করি, বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এটা আনন্দের খবর যে আমরা শ্রীলঙ্কায় জিতেছি।”
তিনি জানান, পরিকল্পনা করেই দল গঠন করা হয়েছিল। পিচ ও কন্ডিশনের ওপর ভিত্তি করে দল সাজানো হয়েছে। “ব্যাটিং সহায়ক উইকেটে অলরাউন্ডার মিরাজকে, আর বোলিং সহায়ক পিচে শেখ মেহেদিকে ব্যবহার করেছি,” বলেন অধিনায়ক।
বিজ্ঞাপন
নিজের চেষ্টা সম্পর্কে তিনি বলেন, “আমি সবসময় ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি, হোক প্র্যাকটিসে বা মাঠে। মাঝে রান আসছিল না, তবু হাল ছাড়িনি। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করেছি।”
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বড় জয় পেয়ে দল অনেক আত্মবিশ্বাস পেয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা জানি ভালো ক্রিকেট খেলতে পারলে যেকোনো দলকে হারানো সম্ভব।”
২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ নিয়ে অধিনায়ক বলেন, “মিরপুরে খেলা সহজ হবে না। পাকিস্তান শক্তিশালী দল এবং তারা আমাদের কন্ডিশনের সঙ্গে পরিচিত। তবে আমরা স্মার্ট ক্রিকেট খেলতে চাই।”
ওয়ানডে সিরিজের ব্যাটিং ব্যর্থতা নিয়েও কথা বলেন তিনি। “প্রথম ওয়ানডেতে ভালো অবস্থানে থেকেও উইকেট হারাই। খারাপ খেলিনি, তবে উন্নতির জায়গা অবশ্যই আছে।”
বিজ্ঞাপন
নিজের ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী তিনি। “ফরম্যাট যাই হোক, মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকার চেষ্টা করি। ক্রিকেট ব্যক্তিগত খেলা, নিজেকেই প্রস্তুত রাখতে হয়। কঠোর পরিশ্রম ছাড়া কিছু সম্ভব না।”
সবশেষে আবেগঘন কণ্ঠে সিরিজটি উৎসর্গ করেন শহীদদের উদ্দেশে। তিনি বলেন, “১৬ জুলাই শহীদদের স্মরণে এই সিরিজ উৎসর্গ করতে চাই। এটা আমাদের জন্য গর্বের।”

