রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবশেষে থামলেন মেসি, জিততে পারেনি মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১১:১২ এএম

শেয়ার করুন:

অবশেষে থামলেন মেসি, জিততে পারেনি মিয়ামি

মেজর লিগ সকারে অবিশ্বাস্য ফর্মে থাকা লিওনেল মেসির গোলের ধারায় হঠাৎ ছন্দপতন ঘটেছে। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার পর এবার গোলশূন্যই থাকতে হলো আর্জেন্টাইন তারকাকে। বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির মাঠে ৩-০ গোলের বড় হারে মুখ থুবড়ে পড়ে ইন্টার মায়ামি।

পুরো ম্যাচজুড়েই ছিলেন নিষ্প্রভ মেসি, থমকে ছিল পুরো দলও। ১৬ মিনিটে স্বাগতিকদের হয়ে এগিয়ে দেন ২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা। দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভান্ডার করেন আরও দুটি গোল (৫০ ও ৭০ মিনিটে), যা ইন্টার মায়ামির হারের ব্যবধান বাড়িয়ে দেয়।


বিজ্ঞাপন


এদিন মিয়ামির লক্ষ্য বরাবর শট নিতে পেরেছে মাত্র দুটি। শারীরিক ও মানসিক ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। ম্যাচ শেষে হতাশ কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “আজ আমরা শুরু থেকেই পিছিয়ে ছিলাম। খেলোয়াড়দের ক্লান্তি স্পষ্ট ছিল। প্রতিপক্ষ সবদিক থেকে আমাদের ছাড়িয়ে গেছে। লিওর একটি হালকা চোট আছে, তবে চিন্তার কিছু নেই।”

এই হারে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে নেমে গেছে ইন্টার মায়ামি। তাদের পয়েন্ট এখন ৩৮, শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্ট কম। তবে মেসিদের হাতে এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে।

আগামী রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে ইন্টার মিয়ামি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর