আগস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিলো ভারতীয় ক্রিকেট দলের। তবে তারা এই সময়ে সফর করতে চাচ্ছে না বলে সিরিজটি স্থগিত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিরিজটি এক বছরের বেশি সময় পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরের দিকে হতে পারে।
ভারতের এই সফর আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ ছিলো এবং সূচিও চূড়ান্ত হয়েছিলো। তবে সফর স্থগিত হয়ে যাওয়ায় আগস্ট মাসে অন্য কোনো দলের সঙ্গে খেলতে চায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেন, "আমরা শুরুতে ভেবেছিলাম জাতীয় দল ও ‘এ’ দলের মধ্যকার কিছু প্রস্তুতি ম্যাচ আয়োজন করবো। তবে এখন চেষ্টা করছি বাইরে গিয়ে বা কোনো দলকে দেশে এনে সিরিজ খেলার সুযোগ আছে কি না।"
তবে কোন দলের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে, তা তিনি স্পষ্ট করেননি।
এদিকে, বর্তমানে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় রয়েছে। আজ (বুধবার) কলম্বোতে তারা তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে। এরপর ২০ জুলাই থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

