সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কোনো ক্রিকেটারকে বলে দেই না সে কখন অবসর নেবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

‘কোনো ক্রিকেটারকে বলে দেই না সে কখন অবসর নেবে’

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার, রোহিত শর্মা ও বিরাট কোহলি। হঠাৎ এই অবসরের পেছনে বোর্ডের চাপ আছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন সাবেক ক্রিকেটার। তবে এবার এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা।

লর্ডস টেস্ট শেষে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, “আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, রোহিত এবং কোহলি নিজেরাই অবসরের সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড কখনো কোনো ক্রিকেটারকে অবসরের জন্য চাপ দেয় না। এটা সম্পূর্ণ ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “আমরা সবাই ওদের মিস করছি। দুজনেই ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ। তবে সুখবর হলো, এখনও ওদের ওয়ানডে ফরম্যাটে পাওয়া যাবে।”

উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একসঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন রোহিত ও কোহলি। এবার টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিলেন দুজনেই। তবে তারা জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার ইচ্ছা আছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর