রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

বাংলাদেশের বিপক্ষে সুংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের সিরিজ খেলবে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এ সিরিজে অংশ নিতে আজ ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। 

অধিনায়ক সালমান আলী আঘা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ আজ ঢাকায় পৌঁছেছেন। করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান সালমানরা।


বিজ্ঞাপন


পাকিস্তান স্কোয়াডের দ্বিতীয় বহর আজ বিকেলে এসে পৌঁছানোর কথা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। এরপর বাকি দুই ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

নিজেদের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ বলে সেভাবেই প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। ঢাকার কন্ডিশনের কথা মাথায় রেখেই ম্যান ইন গ্রিনরা ক্যাম্প করেছিল করাচিতে। পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা বলেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর