রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লর্ডসে ভারতকে হারিয়ে কড়া শাস্তি পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

লর্ডসে জিতেও কড়া শাস্তি পেল ইংল্যান্ড

ভারতের বিপক্ষে মাত্র ২২ রানের ব্যবধানে জয় পেয়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। লর্ডস টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে এই শাস্তি পেয়েছে বেন স্টোকসের দল।

এই শাস্তির ফলে ইংল্যান্ডের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২-এ। আগের ২৪ পয়েন্টের পরিবর্তে এখন তাদের জয় শতাংশও কমে দাঁড়িয়েছে ৬১.১১%-এ। ফলে ডব্লিউটিসি টেবিলে এক ধাপ পিছিয়ে গেছে তারা। দ্বিতীয় থেকে নেমে এসেছে তৃতীয় স্থানে। ইংল্যান্ডের ওপরে এখন আছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এছাড়া ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে ইংল্যান্ডকে। ডব্লিউটিসির নিয়ম অনুযায়ী (আর্টিকেল ১৬.১১.২), নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার না করতে পারলে প্রতি ওভার কমে এক পয়েন্ট কাটা হয়।


বিজ্ঞাপন


দলের অধিনায়ক বেন স্টোকস অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। টেস্ট জিতলেও ওভার রেটের দিক থেকে পিছিয়ে পড়ে ইংল্যান্ড, যার মূল্য দিতে হলো এইভাবে।

লর্ডসে অনুষ্ঠিত এই তৃতীয় টেস্ট ছিল উত্তেজনা আর নাটকীয়তায় ভরপুর। সিরিজে ১-১ সমতায় থাকা দুই দলেই ছিল চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। প্রথম ইনিংসে দুই দলই করেছিল সমান ৩৮৭ রান। ম্যাচ তাই গড়ায় দ্বিতীয় ইনিংসের লড়াইয়ে।

ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের লোয়ার অর্ডার ব্যাটাররা দেখান দারুণ লড়াই। রাবিন্দ্র জাদেজা একে একে জুটি গড়েন নীতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সঙ্গে। শেষ পর্যন্ত এক নাটকীয় মুহূর্তে বাঁহাতের আঙুল ভাঙা অবস্থায় বল করে সিরাজকে আউট করেন অফস্পিনার শোয়েব বশির। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে ইংলিশ শিবির, আর ভারতীয়দের চোখে ধরা পড়ে হতাশা।

তবে ম্যাচ জেতানো ওই স্পিনার বশির আর খেলতে পারছেন না সিরিজের বাকি অংশে। চোট গুরুতর হওয়ায় তাকে ছিটকে যেতে হয়েছে। তার পরিবর্তে ইংল্যান্ড দলে ডাকা হয়েছে বাঁহাতি অলরাউন্ডার লিয়াম ডসনকে। সিরিজের চতুর্থ টেস্ট মাঠে গড়াবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে, ২৩ জুলাই থেকে। এখন ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। শেষ দুই ম্যাচে রোমাঞ্চ আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর