রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জন্মদিনের পার্টিতে বামনদের ডেকে বিপাকে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১১:৫১ এএম

শেয়ার করুন:

জন্মদিনের পার্টিতে বামনদের ডেকে বিপাকে ইয়ামাল

বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল। সদ্যই ১৮ বছর বয়সে পা ফেলা এ তরুণ জাতীয় দল স্পেন ও ক্লাব বার্সেলোনার হয়ে ইতোমধ্যেই বিশ্বে আলোড়ন তুলেছেন। তাঁকে নিয়ে সবসময় নানা ধরনের আলোচনা আছেই। এবার তিনি সমালোচনার মুখে পড়েছেন নেতিবাচক এক কারণে। নিজের জন্মদিনের পার্টিতে আমোদ করতে বামন মানুষদের ভাড়া করেছিলেন তিনি।

ইয়ামাল নিজের ১৮তম জন্মদিনে বিনোদনের জন্য বামন মানুষদের ভাড়া করেছিলেন, এমন অভিযোগে দেশটির সমাজ অধিকার মন্ত্রণালয় বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়েছে পাবলিক প্রসিকিউটর অফিসকে। গত রোববার কাতালুনিয়ার অলিভেয়া শহরের একটি ভাড়া করা বাড়িতে আয়োজন করা হয় ইয়ামালের জন্মদিনের পার্টি। অতিথিদের তালিকায় ছিলেন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং বার্সেলোনার কিছু সতীর্থ খেলোয়াড়ও।


বিজ্ঞাপন


স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই পার্টির বিনোদনের অংশ হিসেবে কয়েকজন বামন ব্যক্তিকে পারফর্মার হিসেবে ভাড়া করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্পেনের অ্যাসোসিয়েশন অব পিপল উইথ অ্যাকনড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লেসিয়া তীব্র নিন্দা জানায় এবং এটিকে “২১শ শতকে একেবারে অগ্রহণযোগ্য” হিসেবে অভিহিত করে।

সংস্থাটির অভিযোগের ভিত্তিতে স্পেনের সমাজ অধিকার, ভোক্তা সুরক্ষা ও ২০৩০ এজেন্ডা বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী অধিকার বিভাগের পক্ষ থেকে প্রসিকিউটর অফিসে তদন্তের আহ্বান জানানো হয়।

এক বিবৃতিতে জানিয়েছে, “এই ধরনের পারফরম্যান্স কেবল প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাবকেই উৎসাহিত করে না, বরং বৈষম্য ও অপমানজনক দৃষ্টিভঙ্গি বাড়ায়। এটি মানব মর্যাদার পরিপন্থী।” স্পেনের বর্তমান প্রতিবন্ধী অধিকার আইনে স্পষ্টভাবে বলা আছে, “যে কোনো বিনোদনমূলক কার্যক্রম যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার করা হয় শুধুমাত্র উপহাস, ব্যঙ্গ কিংবা বিদ্রুপের উদ্দেশ্যে, সেই ধরনের কার্যক্রম আইনত নিষিদ্ধ।”

তবে বিষয়টি নিয়ে অন্যরকম মতামত দিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া এক পারফর্মার। স্পেনের একটি রেডিও স্টেশন কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ব্যক্তি (নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন) জানান, “কেউ আমাদের অসম্মান করেনি। আমরা শান্তিপূর্ণভাবে পারফর্ম করেছি।” তিনি বলেন, “আমরা সাধারণ মানুষ, নিজের পছন্দমতো কাজ করি। এটা সম্পূর্ণ আইনি। আমাদের শারীরিক অবস্থার কারণে আমরা কেন বিনোদনের কাজ করতে পারবো না?”


বিজ্ঞাপন


তিনি জানান, পারফরম্যান্স চলেছে এক ঘণ্টা। এরপর সবাই একসাথে নাচ-গান করেছে, পানীয় পরিবেশন করেছে, জাদু দেখিয়েছে, সব মিলিয়ে আনন্দের পরিবেশই ছিল। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বার্সেলোনা ক্লাবের এক মুখপাত্র জানান, “এটি একান্তই ব্যক্তিগত আয়োজন, ক্লাবের কোনো মন্তব্য করার এখতিয়ার নেই।” তবে তারা জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর ক্লাবের অবস্থান পুনর্বিবেচনা করা হতে পারে।

স্পেনে সামাজিক সমতা ও মর্যাদার প্রশ্নে এমন আয়োজন নিয়ে বিতর্ক নতুন নয়। তবে একজন তরুণ তারকা খেলোয়াড়ের জন্মদিনে এ ধরনের ঘটনায় আইনি তদন্তের আহ্বান সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে নতুন করে আলোচনায় এসেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর