নাজমুল হোসেন শান্তর টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর যখন নতুন অধিনায়ক নিয়ে চলছে নানা আলোচনা, ঠিক তখনই আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তাইজুল।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাইজুল বলেন, 'আমি মনে করি অধিনায়ককে জায়গা দেওয়া জরুরি। অধিনায়কের কথা গুরুত্ব পেলে এবং তার ওপর আস্থা থাকলে দল ভালো খেলবে। আমার অভিজ্ঞতা আছে, তাই যদি দায়িত্ব আসে তাহলে আমার পক্ষে না বলার সুযোগ নেই। আমি বিশ্বাস করি, যেটা দরকার সেটা আমি করতে পারি। তবে এটা লোভের বিষয় না।'
বিজ্ঞাপন
বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্ত ছিলেন সবচেয়ে সফল অধিনায়কদের একজন। তার অধীনে ১৪ ম্যাচে ৪ জয় ও ১ ড্র, জয় শতাংশ ২৮.৫৭, যা সাকিব আল হাসান (২১.০৫) ও মুশফিকুর রহিম (২০.৫৮)-এর চেয়েও বেশি। কিন্তু সম্প্রতি বোর্ডের সঙ্গে কিছু মতবিরোধের কারণে শান্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ফলে বোর্ড এখন খুঁজছে নতুন নেতৃত্ব।
জানা যায়, টেস্ট ও ওয়ানডেতে আলাদা অধিনায়ক রাখার পক্ষেই মত দিচ্ছেন অনেকেই। মেহেদী হাসান মিরাজের নাম বিবেচনায় থাকলেও তাকে আপাতত ওয়ানডের দায়িত্বই দেওয়া হয়েছে। এমন অবস্থায় টেস্ট দলে তাইজুলের অভিজ্ঞতা, ধারাবাহিক পারফরম্যান্স এবং একাদশে তার নিশ্চিত অবস্থান তাকে করে তুলছে নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী।
বিদেশের মাটিতেও উন্নতি করেছেন তাইজুল। ২০২১ সালের পর তার বোলিং হয়েছে আরও নিয়ন্ত্রিত। নিজের উন্নতি নিয়েও খোলামেলা বললেন তিনি, 'পেস ভ্যারিয়েশন খুবই গুরুত্বপূর্ণ। একই গতির দুইটা বল- একটা ঘুরবে, আরেকটা সোজা যাবে। এটা বড় স্পিনাররাও করে। বয়স ও অভিজ্ঞতা বড় ফ্যাক্টর। আগে বিদেশে অনেক টেস্ট খেলিনি, কিন্তু এখন অভিজ্ঞতা এসেছে। সময় পেয়েছি, ধীরে ধীরে উন্নতি করেছি।'

