ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কুড়ি ওভারের ক্রিকেটে রানের ব্যবধানে এটি টাইগারদের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জয়। দলের এ জয়ে বড় অবদান রেখেছেন শামীম হোসেন, যিনি ২৭ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
যদিও ইনিংসের শেষ ওভারে রান আউট হয়ে যান শামীম, তবুও তার ইনিংসেই ভর করে বাংলাদেশ তোলে ১৭৬ রান। ইনিংস আরও বড় হতে পারত, তবে এতে হতাশ নন শামীম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সর্বোপরি আমরা ম্যাচটা জিতেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিজ্ঞাপন
সিরিজ এখন ১-১ সমতায়। শামীম আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। তিনি বলেন, ‘এখন আমাদের সামনে সিরিজ জয়ের সুযোগ আছে। আশা করছি ভালো খেললে আমরা সিরিজটা জিততে পারব।’
বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক লিটন দাস। দীর্ঘদিন পর রানখরার অবসান ঘটিয়ে তিনি খেলেন ৫০ বলে ৭৬ রানের দায়িত্বশীল ইনিংস। শামীম লিটনের প্রশংসা করে বলেন, ‘লিটন অসাধারণ ব্যাটিং করেছেন। এটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তার ইনিংসের কারণেই আমরা শেষ দিকে ভালোভাবে ফিনিশ করতে পেরেছি।’
নিজের ব্যাটিং প্রসঙ্গে শামীম বলেন, ‘আমি যে পজিশনে ব্যাট করি, সেখানে আত্মবিশ্বাসী থাকি। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি এবং দলের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত থাকি।’
শামীম তার প্রিয় ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মতো ইতিবাচক মানসিকতা বজায় রাখতে চান। বলেন, ‘আমি ডি ভিলিয়ার্সের ব্যাটিং খুব পছন্দ করি। সবসময় তার মতো ইতিবাচক থাকতে চাই। টি-টোয়েন্টি মানেই পজিটিভ থাকা, আমি সেটাই বিশ্বাস করি।’

