রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘রাবিশ খেলেছি’, জয়ের পরও অসন্তুষ্ট বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

‘রাবিশ খেলেছি’, জয়ের পরও অসন্তুষ্ট বাংলাদেশ কোচ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে জিতেও সন্তুষ্ট নন বাংলাদেশের কোচ পিটার বাটলার। রোববার বসুন্ধরার কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেলেও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে খুশি নন এই ইংলিশ কোচ। বিশেষ করে ম্যাচের শেষ ৩০ মিনিটে দলের খেলা নিয়ে হতাশ তিনি।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে নেপাল ফিরে এসে সমতা এনে দেয়। শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে স্বস্তির জয় নিশ্চিত হয়। যদিও কোচ বলেন, ‘শেষ ৩০ মিনিট আমরা খুব খারাপ খেলেছি। এটা সেই দল নয়, যেটা আমি তৈরি করেছি। তবে আমি বলেছিলাম সবাইকে সুযোগ দেব, কথা রেখেছি। শেষ পর্যন্ত দল লড়াই করেছে, অল্পের জন্য রক্ষা পেয়েছি।’


বিজ্ঞাপন


চার দলের এই টুর্নামেন্টে সবাই একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। এখন পর্যন্ত দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। নেপাল ও ভুটান ৩ পয়েন্ট নিয়ে আছে দুই ও তিন নম্বরে।

তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের টানা সূচি। আগামী সাত দিনে বাংলাদেশকে খেলতে হবে চারটি ম্যাচ—১৬, ১৭, ১৯ ও ২১ জুলাই। কোচ বাটলার এ সূচিকে উন্নয়নের পথে বাধা হিসেবে দেখছেন। 

তিনি বলেন, ‘১২ দিনে ৬টা ম্যাচ খেলতে হচ্ছে। এটা খেলোয়াড়দের জন্য ভালো নয়। ইনজুরি নিয়ে অনেকে খেলছে। ঘুম, খাওয়া, রিকভারি, স্ট্রেচিং আর খেলা, এই চক্রে উন্নতির সুযোগ খুব কম। তবে অজুহাত দিচ্ছি না, এটা সবার জন্যই একই নিয়ম।’

আগামীকাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা হতে হলে এই ধকল সামলে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে সাগরিকাদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর