গ্লোবাল সুপার লিগে দারুণ শুরু করেছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দলকে জেতান তিনি- ৫৭ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে শিকার করেছিলেন ৪ উইকেট। কিন্তু এরপর থেকেই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন এই অলরাউন্ডার। টানা দুই ম্যাচেই ব্যর্থ সাকিব, তার দল দুবাই ক্যাপিটালসও পারছে না জয়ের দেখা পেতে।
সর্বশেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ রানের বড় ব্যবধানে হেরেছে দুবাই। ১৩৯ রানের সহজ লক্ষ্যও ছুঁতে পারেনি তারা।
বিজ্ঞাপন
টস জিতে ব্যাট করতে নামা গায়ানা নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩৮ রান। দলের হয়ে মঈন আলী করেন ৪০ রান (৩৮ বল), আর শেরফান রাদারফোর্ড করেন ৩৩ রান (২৩ বল)। দুবাইয়ের হয়ে কালিম সানা নেন সর্বোচ্চ ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দ হারায় দুবাই ক্যাপিটালস। একে একে উইকেট হারাতে থাকা দলটি গুটিয়ে যায় মাত্র ৮১ রানে। সাকিব করেন মাত্র ৫ বলে ৪ রান, মঈন আলীর বলে হন বোল্ড। বল হাতেও উইকেটশূন্য ছিলেন তিনি, ৪ ওভারে দিয়েছেন ২১ রান।
দুবাইয়ের ইনিংসে দুই অঙ্কে যেতে পেরেছেন মাত্র তিন ব্যাটার- ডিকওয়েলা ২৬, সেদিকউল্লাহ আতাল ২৫ এবং কাইস আহমেদ ১০ রান করেন। গায়ানার হয়ে ইমরান তাহির নেন ৪ উইকেট। এই হারের ফলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নেমে গেছে সাকিবের দল। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ২, নেট রান রেট -০.৯৭১। অন্যদিকে গায়ানা ৩ ম্যাচে ২ জয় নিয়ে রয়েছে শীর্ষে।

