সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা, যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১০:২১ পিএম

শেয়ার করুন:

সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা, যা বলছে বিসিবি

গ্লোবাল সুপার লিগে নজরকাড়া পারফরম্যান্সের পর আবারও দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও, তার জনপ্রিয়তা এখনো কমেনি। তাকে ঘিরে ভক্তদের আগ্রহ, প্ল্যাকার্ড আর স্লোগানে মাঠে-মাঠে জিইয়ে আছে তার নাম।

আজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উঠে আসে সাকিব প্রসঙ্গ। বিশেষ করে, মাঠে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে দর্শকদের বাধা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় বিসিবি পরিচালক মাহবুব আনামকে। 


বিজ্ঞাপন


যদিও তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও বলেন, 'বিসিবি সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আমাদের অনার্স বোর্ডে সবার নাম রয়েছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন কোনো ক্রিকেটার নেই, যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অথচ তার ছবি ছিল না। এটা থেকেই বোঝা যায়, আমরা কতটা শ্রদ্ধাশীল।' 

এর আগের দিন আরেক বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠুও সাকিব প্রসঙ্গে বলেন, 'বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, এখানে কোনো দ্বিতীয় চয়েজ নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এখন নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট অপারেশনস পুরো বিষয়টি দেখছে। তাদের নজরে এসেছে, নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনা করবে।' 

রাজনৈতিক পরিস্থিতি, অফফর্ম ও বোলিং অ্যাকশনের কারণে সাকিব বর্তমানে দলের বাইরে থাকলেও, তার ফেরা নিয়ে আলোচনা এখন পুরোদমে চলছে। আপাতত সিদ্ধান্ত নির্বাচকদের হাতে, তবে বিসিবির অবস্থান স্পষ্ট, সাকিবসহ সব ক্রিকেটারের প্রতি সম্মান বজায় থাকবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর